উদ্দাম সঙ্গমে আসক্ত না হয়ে যৌনতৃপ্তি বাড়িয়ে তুলতে ৫টি অব্যর্থ টোটকা

গার্লফ্রেন্ড সে পুরোনো হোক বা নতুন তাকে সবসময় হাতের নাগালেই রাখতে চায় পুরুষরা। সম্পর্ক যত এগোতে থাকে ততই যেন চাহিদাগুলি প্রকাশ পেতে থাকে। একটানা বাড়িতে থাকতে থাকতে অনেকেই বোরিং হয়ে গেছেন। সংসারের কাজ করতে গিয়ে এক প্রকার নাজেহাল দুজনেই। আবার অনেকের ক্ষেত্রে প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন দেখা না হওয়ায় সম্পর্কের মধ্যে যেন অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছে। নিজেদের এই সব সমস্যা মেটাতে কী করবেন তা অনেকেই ভেবে পাচ্ছেন না। তবে চিন্তার কোনো কারণ নেই মাত্র ৫ টা জিনিসেই দূরত্ব মিতবে এক নিমেষে।

যে সমস্ত মহিলারা উগ্র গন্ধ একদমই পছন্দ করেন না সেই সমস্ত মহিলাদের কথা মাথায় রেখে পুরুষেরা অবশ্যই জোভান মাস্ক পারফিউম ব্যবহার করতে পারেন, এতে ভালো ফল পাবেন। হালকা সুগন্ধীর এই পারফিউম খুব সহজেই পুরুষদের আকর্ষ করে তুলতে সক্ষম হবে।

যৌনতৃপ্তি বাড়িয়ে তুলতে ৫টি অব্যর্থ টোটকা

অন্যান্য পারফিউমের তুলনায় ডেভিড অফ পারফিউমের গন্ধটা একটু লাইট। যারা অফিসে চাকরি করেন তাদের খুবই পছন্দের এবং প্রথম তালিকাতেই থাকে এই পারফিউম। এর অসাধারণ মিষ্টি গন্ধে আশেপাশের মহিলারা অনেক বেশি আকর্ষিত হয়ে থাকবে আপনার প্রতি।

আরও পড়ুন,
* ঋতুস্রাবের যন্ত্রণা প্রচন্ড ভোগায়? সহজ সমাধান দিলেন অভিনেত্রী আলিয়া ও করিনা ফিটনেস প্রশিক্ষক

স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাস এর সব পারফিউমগুলি তৈরি করা হয় একমাত্র যারা কঠোর পরিশ্রম করেন শুধু তাদের কথাই মাথায় রেখে। অ্যাডিডাস ব্র্যান্ডের পারফিউমের বেশ অনেক ভ্যারিয়েশন রয়েছে মার্কেটে। আপনার পছন্দ মত যে কোনও একটা অনায়াসে বেছে নিতে পারেন।

দীর্ঘস্থায়ী পারফিউম হিসেবে এদেশে পারফিউমের জগতে অ্যাক্টিভ ব্ল্যাক বেশ জনপ্রিয়, এর বেশ নামডাকও রয়েছে।  একবার ব্যবহার করলে বেশ অনেকক্ষণ স্থায়ী হয় এর সুগন্ধ। এর সুগন্ধে খুব সহজে মহিলারা আপনার প্রতি বেশ আকর্ষিত হবেন। স্বল্প মূল্যের মধ্যে অনায়াসে এই গুলি কিনতে পারেন।

আরও পড়ুন,
* Top 5 Netflix Web Series: এই ৫ সিরিজের লোভনীয় দৃশ্যগুলি আপনার মন বদলে দেবে, একা একা ভিডিও দেখুন

বডি স্প্রে-র মধ্যে খুব কম সময়ের বাজার দখল করেছে বডি স্প্রে ফগ।  নিয়মিত ব্যবহারের জন্য এটি কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন,
* Jalebi Bai Web Series: উল্লুর এই সিরিজের নায়িকাকে দেখলে রাতের ঘুম উড়তে বাধ্য, নেট দুনিয়ায় ভাইরাল জালেবি বাই’-এর ছবি