ফুটপথে বেড়ে ওঠা ৮ বছরের অনাথ প্রতিবন্ধী অর্জিত এ বার পাড়ি দেবে আমেরিকায়

রাস্তার ধারের ফুটপাথে বেড়ে ওঠা ছোট থেকে। কিন্তু এখন আমেরিকায় পাড়ি দিচ্ছে ৮ বছরের অনাথ প্রতিবন্ধী অর্জিত। পটনার রাস্তাতেই শৈশব কাটিয়েছে অনাথ অর্জিত। আর এখন আমেরিকায় স্থায়ী আস্তানা পেয়েছে অর্জিত। সূত্র অনুযায়ী খবর, আমেরিকার এক দম্পতি অর্জিতকে দত্তক নিয়েছেন।

ANI সূত্রে খবর, পটনার বিহতা অঞ্চলে রাস্তায় ঠান্ডায় কুঁকড়ে পড়েছিল অর্জিত। বছর তিন আগে এমন অবস্থাতে অর্জিতকে প্রথমবার দেখেছিলেন আমেরিকার মিলার দম্পতি। তাঁরা দু’জন তখনই অর্জিতকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কর্নেল এবং ক্যাথলিন মিলার পেশায় তাঁরা দু’জনেই চিকিৎসক।

এ বিষয়ে পটনার দানাপুরের এক সংশ্লিষ্ট আধিকারিক জানিয়েছেন, পাসপোর্ট তৈরি করা থেকে শুরু করে যে সব নথিপত্র প্রয়োজন, সে সব হাতে এলেই অর্জিতকে নিয়ে আমেরিকায় পাড়ি দেবেন কর্নেল এবং ক্যাথলিন মিলার। ইতিমধ্যেই তাঁরা পাসপোর্ট তৈরির জন্য বিদেশ মন্ত্রককে আবেদনও জানিয়েছেন। সূত্র মারফত খবর, ইতিমধ্যেই দত্তক নেওয়ার জন্য সকল পদ্ধতি সম্পূর্ণ করেছেন এই মিলার দম্পতি।

এএনআই সংবাদ সংস্থাকে এক সাক্ষাৎকারে কর্নেল বলেছেন, ‘‘আমি এবং ক্যাথলিন দু’জনেই বাচ্চা খুব ভালবাসি। দত্তক নেওয়ার প্রক্রিয়া বেশ দীর্ঘ। কিন্তু আমরা কাছে পেয়েছি আমাদের ছেলেকে, আমরা এতেই খুশি। আমার ওকে নিজের সন্তানের মতোই যত্ন সকারে মানুষ করব।’’এই প্রথম নয়, এর আগেও কর্নেল এবং ক্যাথলিন দত্তক নিয়েছেন। তাঁদের তিনটি কন্যাসন্তান রয়েছে।

তিনি আরও সংযুক্ত করেছেন, আমেরিকায় আসার পরই চিকিৎসা শুরু হবে অর্জিতের। এই প্রসঙ্গে ক্যাথলিন জানিয়েছেন, “আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। অর্জিত আমেরিকায় এলেই ওর অস্ত্রোপচার করা হবে।”