Rakhi Sawant: “আমার নিরাবরণ ভিডিয়ো বিক্রি করে টাকা কামিয়েছে আদিল”- স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ রাখি সবন্তের
এই মুহূর্তে একে অপরের হাত ধরে ঘুরছেন তো আবার পর মুহূর্তেই একে অপরের নামে কুৎসা করছেন। বিটাউনের ড্রামা কুইন রাখি সবন্ত(Rakhi Sawant) এবং তাঁর স্বামী আদিল দুরানিকে এ ভাবেই দেখতে বর্তমানে অভ্যস্ত হয়ে উঠছেন প্রায় সকলেই। তবে এ সবের মাঝে উঠে এল গুরুতর অভিযোগ। সদ্যবিবাহিত স্বামীর বিরুদ্ধে এর আগেও একাধিক বিরূপ মন্তব্য করতে শোনা গিয়েছে রাখি সবন্ত(Rakhi Sawant)-কে। এ বার আদালতের দারস্ত হয়ে যা বললেন, তা শুনে সবার চক্ষু চড়কগাছ সকলের।
রাখি সাবন্তের অভিযোগ, আদিল তাঁর নিরাবরণ মুহূর্তের ভিডিয়ো করে বাজারে ছড়িয়ে দিয়েছেন। সেখান থেকে টাকাও রোজগার করছেন আদিল। এ বিষয় নিয়ে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়ে মামলা ঠুকেছেন রাখি সবন্ত(Rakhi Sawant)। ইতি মধ্যে রাখির অভিযোগের ওপর ভিত্তি করে আদিলকে হেফাজতে নিয়েছে মুম্বই(Mumbai) পুলিশ। দিন কিছু আগেই বিটাউনের ড্রামা কুইন রাখি দাবি করেছিলেন আদিল নাকি তাঁর সঙ্গে প্রতারণা করে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। তনু চন্দেলের সাথে আদিলকে দেখতে পেছেন বলে জানিয়েছেন রাখি। এমনকি, তাঁরা নাকি একে অপরকে বিয়ে করারও প্রতিশ্রুতি দিয়েছেন।
কিছু দিন আগেই ক্যানসারে প্রয়াত হয়েছেন রাখির মা জয়া ভেদা। মায়ের মৃত্যুর পর সংবাদমাধ্যমের মুখোমুখি এসে সব কথা বলেছিলেন রাখি।তিনি কাদতে কাঁদতে বলেছেন, “আদিল আমার সঙ্গে এটা করতে পারল? আমার জন্যই তো লোকে ওকে চেনে। ইন্ডাস্ট্রিতে সকলের সঙ্গে আমিই ওকে আলাপ করিয়েছিলাম। তার প্রতিদান এই? যদি আমাকে ভালবাসেন, তাহলে আপনারা ওকে আর মাথায় তুলবেন না” । আর এর পর, স্বামী আদিলের বিরুদ্ধে মানহানি এবং প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছিলেন রাখি সবন্ত(Rakhi Sawant)। ইতিমধ্যে রাখির স্বামী আদিলকে গ্রেফতার করে আদালতেও পেশ করা হয়েছে। শুনানির সময়ে ফের বিস্ফোরক মন্তব্য করে বসেছেন রাখি সবন্ত(Rakhi Sawant)। তিনি বলেছেন, “মিডিয়ার সামনে মুখ খোলার পর বাড়ি এসে আমাকে মারধর করে গিয়েছে আদিল। নয়ছয় করেছে আমার টাকা। আদিলের যেন জামিন না হয়, আমি আমার দিকটা সবটুকু জানাতে চাই।”
এর পর রাখি সবন্ত(Rakhi Sawant) আদালতে একটি ভিডিয়ো রেকর্ডিং পেশ করেছেন, যেখানে তাঁর স্বামী আদিলকে স্বীকার করতে শোনা গিয়েছে- রাখির থেকে আদিল দেড় কোটি টাকা নিয়েছেন। রাখি জানিয়েছেন- সব সময় আদিলের প্রচুর টাকার দরকার হয়। সে কারণে আদিল কোনও পথে যেতেই দ্বিধা করে না। তিনি আরও বলেন- “আমার নিরাবরণ ভিডিয়ো বিক্রি করে টাকা কামিয়েছে আদিল।” । রাখির দাবি- উচিৎ শিক্ষা দেওয়া হোক আদিলকে।