এই তো ২১শের বিধানসভায় অভিনেত্রীর মোড়ক ছেড়ে নেত্রী হতে গিয়েছিলেন তনুশ্রী চ্যাটার্জি (Tanusree Chatterjee)। তিনি বিজেপির হয়ে নির্বাচনে লড়ে পরাজিত হওয়ার পর, ফের ‘ব্যাক টু দ্য ট্র্যাক’ করে অভিনয়েই ফিরেছেন এই টলি সুন্দরী।
আর জানিয়েছিলেন রাজনীতি থেকে সরে এসেছেন তিনি। তবে কী রাজনীতি থেকে সরেই বিয়ে? অভিনেত্রী তনুশ্রীর সম্প্রতি ইন্সটাগ্রাম হ্যান্ডেলে কিন্তু সে কথাই বোঝা যাচ্ছে।
তার কপালে চন্দনের ফোঁটার মাঝে লাল টিপ। আর মাথা ভর্তি সিদুঁর, পরণে সোনা রঙা শাড়ি, এবং গা ভর্তি ভারী গয়না, আর দু’হাতে আলতা মেখে একেবারে কনের সাজে মেতে উঠেছেন অভিনেত্রী তনুশ্রী। আর এই নব বধূর সাজে অভিনেত্রী তনুশ্রীকে দেখেই হইচই সোশ্যাল মিডিয়ায়,
তবে কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী তনুশ্রী? আর এই প্রশ্নই জেগেছে অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-র মনে। তৃণমূল সাংসদ অভিনেত্রী তনুশ্রীর ছবির কমেন্ট বক্সে জিজ্ঞেস করেই ফেলেছেন যে ‘বিয়েটা কবে?’
আর এই প্রশ্নের সুচারু ভাবে উত্তর জানিয়েছেন তনুশ্রী। অভিনেত্রী মিমির প্রশ্নের উত্তরে তনুশ্রী হাসিতে ফেটে পড়ার ইমোজি ব্যবহার করেই লিখেছেন , “তোর বিয়ের একদিন আগেই।”
আসলেই তার এই ছবি দেখে বোঝা যাচ্ছে বরহীন এই বিয়ের সাজ তনুশ্রী কোনো এক শ্যুটের জন্যই সেজেছেন। কোনও গয়না প্রস্তুতকারক সংস্থার জন্যই এই বধূবেশের ফটোশুট করেছেন অভিনেত্রী তনুশ্রী। আর এই ছবিটি তুলেছেন প্রিয়ম বক্সী।
আর অভিনেত্রীর স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন রুদ্র সাহা। এবং মেকআপ আর হেয়ারের দায়িত্ব সামলেছিলেন বাবুসোনা ও কুণাল।
বিয়ের আগেই তার এমন চোখ ধাঁধানো সাজ, আসল বিয়েতে যে অভিনেত্রীকে অসাধারণ লাগবে তা এখনই বোঝা যাচ্ছে।