Aindrila Sharma Health: ফের কার্ডিয়াক অ্যারেস্ট অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। সুত্র থেক জানা গিয়েছে, ১৯শে নভেম্বর শনিবার ফের হার্ট অ্যাটাক হয় অভিনেত্রী ঐন্দ্রিলার। এখন কেমন আছেন সকলের প্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার? জেনেনিন
গতকাল ১৮ই নভেম্বর রাত্রে কিছুটা আশার খবর শোনানো গিয়েছিল হাসপাতালের তরফে। শনিবার সকালে জানা গিয়েছিলো নতুন করে তাঁর শারীরিক অবস্থার আর অবনতি হয়নি। আরও সংকটে সকলের প্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা!
হাসপাতাল সূত্রে জানাগিয়েছে, ১৯শে নভেম্বর শনিবার ফের হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। যদিও এর পরেই তাঁকে ‘রিভাইভ’ করা সম্ভব হয়েছে বলেও জানানো হয়েছে হাসপাতালের তরফে। চিকিৎসকদের একাংশ মনে করছেন- এই কার্ডিয়াক অ্যারেস্ট অভিনেত্রীর স্বাস্থ্যের উপর নতুন করে সংকট তৈরি করেছে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর অভিনেত্রীর ভীষণ জ্বর এসেছিল। এরপর আচমকাই বমি করতে শুরু করেছিলেন তিনি। প্রথমে তাঁর ডান হাত অসাড় হয়ে পরে। এরপর তাঁর বাঁ-হাত। ক্রমে ধীরে ধীরে অভিনেত্রী ঐন্দ্রিলার গোটা শরীর অসাড় হয়ে যায়। শারীরিক অবস্থার এমন অবনতি হওয়ার সাথে সাথেই সব্যসাচীকে ফোন করেছেন শিখা। তখনই তিনি গাড়ি নিয়ে ছুটে চলে আসেন। এরপর অভিনেত্রীকে নিয়ে সোজা হাসপাতালে যাওয়া হয়। গত ১৮ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঐন্দ্রিলা শর্মা।