Dunali Web Series: ‘দুনালি’ ওয়েব সিরিজে এমন দৃশ্যে অভিনয় করেছেন প্রেরণা সিং, দেখলে রাতের ঘুম উরবে

Dunali Web Series: এখনকার দিনে সিনেমা সিরিয়ালের পাশাপাশি বিনদন জগতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজ(Web Series)-এর। আসলে বর্তমান দিনে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়েই এখন প্রত্যেকেই ইন্টারনেট দুনিয়ার মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ(Web Series) দেখতে দারুন পছন্দ করেন।

বাংলা, হিন্দি সহ অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ(Web Series) গুলি টেক্কা দেয় বড় বড় বাজেটের সিনেমাকেও। তবে এই ডিজিটাল দুনিয়ায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ(Web Series)।

আরও পড়ুন,
* Esha Gupta: আয়নার সামনে দারিয়ে এমন কাজ করলেন অভিনেত্রী এষা, সাহসী ভিডিও ইন্টারনেটে ভাইরাল
* Web Series: ‘বাবা নিরালা’ দিয়ে লজ্জার সব সীমা অতিক্রম করলেন এশা গুপ্তা, এই দৃশ্য দেখে কামুক ভক্তরা নিয়ন্ত্রণহীন

যেমন উল্লু(Ullu), প্রাইম শট, কোকু আরও ইত্যাদি জায়গায় প্রায় দিনই কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করা হয়ে থাকে। আর যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলি বেশ তারিয়ে তারিয়ে উপভগ করে নেটিজেনরা।

আর প্রত্যেকটি ওয়েব সিরিজ লাখ লাখ মানুষরা দেখেন। সম্প্রতি রিলিজ হয়েছে যৌনতায় ভরা একটি ওয়েব সিরিজ, যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে কামুক নেটিজেনদের। আপনি হয়তো বুঝতে পেরেছেন এখানে কোন ওয়েব সিরিজের কথা বলা হচ্ছে। অতি সম্প্রতি জনপ্রিয় ওয়েব সিরিজ প্ল্যাটফর্ম উল্লু(Ullu)তে রিলিজ হয়েছে ‘দুনালি ২’। এই ওয়েব সিরিজ(Web Series)-এর প্রতিটি মুহূর্তে রয়েছে রগরগে যৌনতায় ভরা দৃশ্য। এতে যৌনতায় ভরা দৃশ্যে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রেরণা সিং। আর তো আর এই গল্পের মূল চরিত্র সমীরের যৌনাঙ্গের সংখ্যা দু’টি।

গল্পে সমীর নিজেকে শান্ত করার জন্য বাড়ীওয়ালার স্ত্রী এবং নার্সের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছে। কিন্তু তাও সে কিছুতেই শান্তি পাচ্ছিল না। এই নিয়েই সম্পূর্ণ হয়েছে প্রথম পার্ট। কিন্তু দ্বিতীয় পার্টের ট্রেলার-এ দেখা গিয়েছে সমীর একটি মেয়ের সন্ধান পায় যারও যৌনাঙ্গের সংখ্যা দু’টি। আর এর পর তাদের মধ্যে কি আদেও মিলন হবে? রবর্তী কাহিনীতে কি হবে প? তা জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে এই ওয়েব সিরিজ(Web Series)-টি ।

আরও পড়ুন,
* Salman Khan: জন্মদিনে প্রাক্তনের কপালে মিষ্টি চুমু এঁকে দিলেন সালমান, ইন্টারনেট দুনিয়ার পাতায় ভাইরাল ভিডিও
* ঋতুস্রাবের যন্ত্রণা প্রচন্ড ভোগায়? সহজ সমাধান দিলেন অভিনেত্রী আলিয়া ও করিনা ফিটনেস প্রশিক্ষক