Alia Bhatt: আজই প্রসব? সাত সকালে হাসপাতালে ভর্তি করানো হল আলিয়া ভট্টকে

রবিবার সাত সকালে হাসপাতালে ভর্তি করানো হল আলিয়া ভট্টকে। আজই প্রসব? চিকিৎসকদের অনুমান অনুযায়ী, আজই সন্তানের জন্ম দিতে পারেন আলিয়া ভট্ট(Alia Bhatt)।

চিকিৎসকদের অনুমান অনুযায়ী ২৮ নভেম্বর জন্মদিনের আগেই প্রথম সন্তানের জননী হতে পারেন অভিনেত্রী। ৬ নভেম্বর রবিবার আজ পৃথিবীর আলো দেখতে পারে নবজাতক। অভিনেত্রী আলিয়ার স্বাস্থ্যই এখন পাখির চোখ। আলিয়া যাতে করে সুস্থ ভাবে, নির্বিঘ্নে সন্তানের জন্ম দিতে পারেন তার জন্য ইতিমধ্যে সবরকম ব্যবস্থা করে ফেলেছেন কপূর পরিবার। এমনকি মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী আলিয়াও। আন্নদে উচ্ছ্বসিত দিদি শাহীনও। মাসি হওয়ার আনন্দে তাঁর যেন আর তর সইছে না। তিনি ভেবে রেখেছেন, এই বছর বোনের ৩০তম জন্মদিনের ধুমধাম হবে বেশ আলাদাই!

জানা গিয়েছে, মুম্বইয়ের এইচ এন রিল্যায়ান্স ফাউন্ডেশন হাসপাতালে ইতিমধ্যে পূর্বের সব রকম ব্যাবস্থা নেওয়া হয়েগিয়েছে। সেখানেই আজ রবিবার সন্তান প্রসব করতে পারেন অভিনেত্রী আলিয়া। ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, বিশেষ ভাবে শরীরের যত্ন করেছেন অন্তঃসত্ত্বা আলিয়া। বিশ্রাম নিওয়ার পাশাপাশি সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়মিত যোগব্যায়াম শরীরচর্চাও জারি রেখেছেন। যাতে করে সন্তান প্রসব মসৃণ ভাবে হয়। আরও জানা গিয়েছে, প্রাকৃতিক উপায়ে নিজের সন্তানের জন্ম দিতে চান ভিনেত্রী। তিনি ছুরি-কাঁচির কনও ঝঞ্ঝাটে যেতে চাইছেন না। অনেকেই নাকি বলেছেন, সিজারিয়ান ডেলিভারি দীর্ঘমেয়াদে শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে। সে কারনে নরম্যাল ডেলিভারি চান অভিনেত্রী আলিয়া।

উল্লেখ্য, শুধু আলিয়াই নয় বলিউডের অনেক তারকাই সন্তান জন্ম দেওয়ার সময় নরম্যাল ডেলিভারির পথ অনুসরণ করেছেন। এর পেছনে একটা বড় কারণ হল, সন্তান জন্ম দেওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে চেয়েছেন তাঁরা। এমনকি দেখা গিয়েছে মা হওয়ার সময় কয়েক ঘণ্টার প্রসববেদনা অনুভব করা জরুরি বলে মনে করেছিলেন ৩৮ বছর বয়সে মা হওয়া ঐশ্বর্যা রাই বচ্চন।