Video: মাঝ রাতে ঘুমন্ত নিরহুয়াকে তুলে এই কাজ করলেন হট আম্রপালি, ভিডিও দেখে ঘাম ছুটছে কামুক ভক্তদের

Video: সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভোজপুরি গান ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যেখানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির তিনজন জনপ্রিয় তারকাকে। ভাইরাল হওয়া গানটিতে দেখা মিলেছে অভিনেত্রী আম্রপালি দুবে, অভিনেতা দীনেশ লাল যাদব এবং অভিনেত্রী মোনালিসাকে। ভিডিওটিতে তাদের তিন জনের রোমান্স রীতিমতো রাতের ঘুম কেড়ে নিয়েছে দর্শকদের, সে কথা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল মাধ্যমে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করা হয়েছে। যার ভিউজ সংখ্যা চোখ ধাঁধানোর মতো।

অভিনেত্রী মোনালিসা ও অভিনেত্রী আম্রপালি দুবে দুজনেই কিন্তু ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অন্যতম দুই জনপ্রিয় অভিনেত্রী। সাম্প্রতিক যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে অভিনেতা দীনেশ লাল যাদবের সঙ্গে দুজনকেই ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে। ভোজপুরি জনপ্রিয় গান ‘মাথা ফেল হো গালি’ -এর তালে তাল মিলিয়ে রোমান্সে মত্ত হতে দেখা গেছে তাদের। পর্দায় একইসাঙ্গে এই দুই অভিনেত্রীকে নিয়ে রাত কাটিয়েছেন অভিনেতা। কখনো হট অভিনেত্রী আম্রপালির ঘরে, তো আবার কখনো হট অভিনেত্রী মোনালিসার ঘরে দেখা মিলেছে অভিনেতা নীরাহুয়ার।

কিছুটা বিপদে পড়েই এরকম ভাবে দুজনের কাছে আসতে হয়েছিল নিরাহুয়াকে। তবে পর্দায় অভিনেতার এমন অবস্থা দেখে দর্শকরা যে দারুন মজা পেয়েছেন, সে কথা আর আলাদাভাবে বলার কোনো অপেক্ষা রাখে না। পর্দায় দুজনের সঙ্গেই একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে অভিনেতা দীনেশ লাল যাদবের। উল্লেখ যোগ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি ফ্লিম প্রেমীদের কাছে।

প্রায় ৭ বছর আগে এই ভিডিওটি ‘ওয়েব মিউজিক’ নামের জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে যার ভিউজ সংখ্যা ৬ কোটিরও বেশি। উল্লেখ্য, এই গানটি জনপ্রিয় ভোজপুরি সিনেমা ‘রাজা বাবু’-এর । উল্লেখ্য গানটি শোনা গিয়েছে, কল্পনা, অলক কুমার ও খুশবু জৈনের কন্ঠে । আর এই জনপ্রিয় গানের কথা দিয়েছিলেন পেয়ারে লাল যাদব।

এবং জনপ্রিয় গানটির সুর করেছিলেন ছোট বাবা। আপাতত, এই জনপ্রিয় গানের ভিডিওটির সূত্র ধোরে পুনরায় ভাইরাল হয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির তিন জনপ্রিয় তারকা।