Angry Girlfriend or Boyfriend: জীবন সঙ্গীর রাগের দাপটে ভয়ে ভয়ে থাকেন? এই উপায়ে ঠান্ডা হবেন তিনি, গোড়ে উঠবে সুসম্পর্ক

Angry Girlfriend or Boyfriend: প্রতিটি মানুষের মধ্যে কম বেশি রাগ থেকেই। তবে গার্লফ্রেন্ডের/বয়ফ্রেন্ডের রাগের কারণে যদি অত্যাধিক ভয় পান তবে অবশ্যই সতর্ক হওয়া উচিৎ। এমন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে এবং ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে মেনে চলুন কয়েকটি সহজ উপায়।

Angry Girlfriend or Boyfriend

​1) মানসিক অবস্থা বুঝে ব্যবস্থা নিন
সঙ্গী কেন এভাবে রেগে কথা বলছেন, তাঁর মানসিকতা অবস্থা বুঝতে হবে। যদি আপনি তাঁর মানসিকতা না বুঝতে পারেন, তাহলে কিন্তু এমনটাই চলতে পারে। এক্ষেত্রে তাঁর সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে অবশ্যই তাঁর মনের অলিগলির খবর আপনাকে রাখতে হবে। এটা জানার চেষ্টা করতে হবে সে কেন রেগে আছেন, আসল কারণ কি? কারন জানতে পারলে তবেই তার সমাধানের বিষয়ে চিন্তা করতে পারবেন। অন্য়থায় সম্পর্কে জটিলতা আরও বাড়তে পারে।

আরও পড়ুন,
*Reshmi Desai: অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রেড কার্পেটে রশ্মি দেশাই, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই ট্রলের বন্য, এই কারনে
* উফ! ২৯-এর তৃণাকে দেখে হাঁ করে তাকিয়ে আছেন ৫৭-র শাহরুখ খান, নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল

​2) খুব বেশি রক্ষণাত্মক হওয়া থেকে সতর্ক থাকুন
গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড রাগ দেখাচ্ছেন। আর সেই কারণে আপনি একদম চুপ করে রইলেন, এমন কাজটা কিন্তু সব সময় করা চলবে না। কারণ, যদি বেশি রক্ষণে জোর দেন তবে গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড আরও বেশি চেপে ধরতে পারে। তখন কিন্তু আর বের হওয়ার রাস্তা পাবেন না।

​3) সঙ্গী রাগের মাথায় কি বলছে তা মন দিয়ে শুনুন
বেশির ভাগ সময় মানুষ রাগের মাথায় তাঁর মোনের কথা বলে ফেলেন। সে কারনে আপনাকে সে দিকে খেয়াল রাখতে হবে সঙ্গী রাগের মাথায় কি বলছেন সে দিকে। তিনি কি বলছেন তা ঠিক মত না শুনলে তাঁর এমন আচরণের কারণ জানতে পারবেন না। আর শুধু মন খারাপ হবে আপনার। ফলে সম্পর্কের জটিলতা বাড়তে পারে। তাই সম্পর্ক ভালো রাখতে অবশ্যই মন দিয়ে তাঁর কথা শুনুন।

​4) মস্তিস্ক শান্ত রাখতে হবে
দুজনে একসঙ্গে কখনোই চরম রেগে যাবেন না। একসঙ্গে দুজনেই রেগে গেলে সমস্যা সমাধানের জায়গায় বিগড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। এক্ষেত্রে আপনি শান্ত থাকলে বহু জটিলতা সহজেই সমাধান হবে। তাই নিজের মস্তিস্ক শান্ত রাখার চেষ্টা করুন।

​5) সঙ্গীকে সময় দিন
আপনি আপনার সঙ্গীকে সময় দিন। তাঁকে ঠিক ঠাক সময় না দিতে পারলে অনেক ক্ষেত্রেই জটিলতা দেখা দিতে পারে। অনেক সময় এই কারণেও গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চিৎকার করে থাকেন। এবার থেকে সঙ্গীকে সময় দিন। যথা সম্ভাব তাঁর পাশে থাকুন। এভাবেই আপনি অনায়াসে সম্পর্কের সব জটিলতা থেকে দূরে থাকতে পারবেন।

আরও পড়ুন,
* বাড়ির এই স্থানে ময়ূরের পালক রাখলে অর্থনৈতিক সংকট কেটে যাবে
* আজই রান্না করুন খাসির মাংসের স্বাদে মুরগির মাংস, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে