Anjali Arora: অঞ্জলি আরোরা(Anjali Arora) নামটি নিশ্চয়ই শুনেছেন? হ্যাঁ ঠিক ধরেছেন, কাচা বাদাম এ ভিডিও বানিয়ে রাতারাতি সুপারস্টার হয়েছিলেন অঞ্জলি আরোরা(Anjali Arora)। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার কয়েছেন অঞ্জলি, যেখানে দারুন পোজ দিতে দেখা গিয়েছে তাকে। যার সুত্র ধরেই ফের চর্চায় অঞ্জলি
কারও মধ্যে কনও প্রতিভা থাকলে সে সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি স্টার হয়ে যান। যেমন ভাবে জনপ্রিয় ভাইরাল গান কাচা বাদাম এ ভিডিও বানিয়ে রাতারাতি সুপারস্টার হয়েছিলেন অঞ্জলি আরোরা(Anjali Arora)।

অঞ্জলির জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে একসময় তিনি বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণাউতের রিয়েলিটি শো লকআপে প্রতিযোগী হওয়ার সুযোগও পেয়ে গিছিলেন। এরপর থেকে অঞ্জলি সর্বদাই সোশ্যাল মিডিয়ার লাইমলাইটেই থাকেন। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন অঞ্জলি আরোরা(Anjali Arora)। প্রায় দিনই তিনি বিভিন্ন মুহূর্তের ফটোশুটের ছবি এবং নানা ধরনের রিল ভিডিও পোস্ট করে থাকেন।
আরও পড়ুন,
* Sunita Baby: সালোয়ার সুট পরে ব্যাপক নাচলেন সুনিতা বেবি, দেখুন ভিডিও
* Sabyasachi Choudhary: এক মাস হয়ে গেল প্রিয় বন্ধু ঐন্দ্রিলাকে হাড়িয়েছেন, নিজেকে কি ভাবে সামলাচ্ছেন সব্যসাচী? কি বললেন অভিনেতা
বিশেষ করে বর্তমান সময়ে তিনি বোল্ড এবং সাহসী লুকে কামুক পুরুষ নেটজেনদের ঘায়েল করছেন। সম্প্রতি ট্রেন্ডে গা ভাসিয়েছেন অঞ্জলি আরোরা(Anjali Arora), বলিউড প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাডুকোনের জনপ্রিয় বেসরম রং গানে নাচ করতে দেখা গিয়েছে অঞ্জলিকে।
View this post on Instagram
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে অঞ্জলি আরোরা(Anjali Arora) একটি শর্ট টপ আর শর্টস পরে ঠিক দীপিকার মতোই নাচের স্টেপ করে সকলকে চমকে দিয়েছেন। আর বলাবাহুল্য যে, সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও নেট দুনিয়ার সামনে আসতেই তা হু-হু করে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন,
* Neha Malik: তোয়ালে পরে বাথটাবে এমন পোজ দিলেন ভোজপুরি নায়িকা নেহা মালিক, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ছবি
* Recipe: শীতের দিনে ভাতের থালা সাফ হবে এক তরকারিতে, শিখে নিন দুর্দান্ত স্বাদের ডিম ফুলকপি কষা তৈরির রেসিপি