ভালবাসা এমন একটি মানবিক অনুভূতি যা ভাষায় বলে বোঝান সমভাব নয়। যেখানে ভালবসা আছে সেখানে বিরহ বেদনা যেন থাকবেই। ভালোবাসা আর বিরহ বেদনা যেন একে অপরের পরিপূরক!!
ভালবাসা মানে বিশেষ কোনও একজন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বন্ধন। ভালোবাসা হল আত্মার সঙ্গে আত্মার এক পবিত্র সম্পর্ক। ভালোবাসা অমর, যার কনও অন্ত নেই
আরও পড়ুন,
* পরীক্ষার খাতায় উওরের বদলে প্রেমপত্র!
ভালোবাসার মানুষের সাথে সময় কাটানও জন্য ভাগ্যের প্রয়োজন। অনেক ভাগ্য করলে তবেই ভালোবাসার মানুষকে কাছে পাওয়া সম্ভব।
আরও পড়ুন,
*নিখাদ ভালোবাসার কাছে সবই যেন তুচ্ছ! মৃত্যুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রেমিকের কীর্তি চোখে জল আনলো সকলের
একে অপরের সঙ্গে কাটানো মুহূর্ত গুলি ভোলার মত নয়, যা চিরকাল হৃদয়ে গেথে থাকে।
প্রিয় মানুষটি যখন জীবন থেকে হারিয়ে যায়, তখন জীবনের ঘড়িটা যেন থমকে যায়। তার ঘণ্টার কাটা তো দুরের কথা সেকেন্ডের কাঁটাও ঘোরার শক্তি হারিয়ে ফেলে। শুধু বসে বসে ভালোবাসার মানুষের কথা ভাবতে ভাল লাগে। ভাবতে ভাললাগে তাঁর সঙ্গে কাটানো মুহূর্তগুল
কলিযুগে ভুল বোঝা বুঝির প্রবল ঘূর্ণি ঝড় এসে বেশির ভাগ ভালোবাসার সম্পর্ক ভেঙ্গে গুরিয়ে দেয়। আর যতক্ষণে সেই ভুল ভাঙ্গে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হারিয়ে যায় জীবন থেকে ভালোবাসার প্রিয় মানুষটি!! জীবনে পরে থাকে শুধুই বিরহ বেদনা!!
তবে ভালোবাসার মানুষটি ব্যহ্মান্ডের যে প্রান্তেই থাকুক না কেন সে সর্বদায়ই হৃদয়ে থেকে যায়।
আরও পড়ুন,
* Skin Care: শীতে ত্বককে রুক্ষতার হাত থেকে বাঁচাতে মেনে চলুন এই নিয়মগুলো
*Relationship: আপনার প্রেমিক আপনাকে সত্যিই ভালবাসে তো? না কি শুধুই ভান? মনের গোপন কথা জানার সেরা ৫ উপায়