জন্মের পরই বিরাটের ছেলের নামের ডোমেন ১০.৪ লাখ টাকায় বিকোল, মেয়ে ভামিকার ছিল ৮ কোটি!
সম্প্রতি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা জানিয়েছেন পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন তারা। আর তার ঠিক একদিন কাটতে না কাটতেই ছেলে ‘অকায়’এর নামে ডোমেন কিনে রাখা হলো। জানা গিয়েছে, এই ডোমেন কিনতে নাকি খরচ হয়েছে ১০ লক্ষ ৪১ হাজার টাকা। তবে সেটি কে কিনেছেন তা জানা যায়নি। ইতিমধ্যেই এই বিষয়ে তুমুল চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ … Read more