Ditipriya Roy: সাফল্যের সিঁড়িতে আরও একধাপ এগোলেন অভিনেত্রী দিতিপ্রিয়া, সিনেমার ঝুলিতে জাতীয় পুরস্কার

অভিনেত্রী দিতিপ্রিয়া নিজের ক্যারিয়ার জীবনে পা রেখেছেন খুব বেশিদিন হয়নি। তবে তার সাফল্যের যাত্রা শুরু হয়েছে ‘করুণাময়ী রানী রাসমণি’ থেকে। আর এরপর একের পর এক প্রজেক্টে কাজ করেছেন দিতিপ্রিয়া।

বাংলা থেকে শুরু করে হিন্দি বিনোদন জগত পারি দিয়েছেন দিতিপ্রিয়া। কখনো তাকে দেখা গেছে কোন ওয়েব সিরিজে তো আবার কখনো তাকে দেখা গেছে সিনেমায় সবেতেই একশোয় একশো। তবে বর্তমানে দিতিপ্রিয়া কাজ করছেন SVF মিউসিক ভিডিও এ্যালবামে, এই প্রথমবার দিতিপ্রিয়া কাজ করছেন কোন মিউজিক ভিডিও অ্যালবামে।

যেখানে তার বিপরীতে দেখা যাবে ছোট পর্দার হ্যান্ডসাম অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)-কে। তবে এর সঙ্গে দারুন একটি সুখবর হল জাতীয় পুরস্কার পাওয়া। তিনি নায়িকা হিসেবে প্রথম কাজ করেছেন ‘অভিযাত্রিক’ সিনেমাতে। প্রথম ছবিতেই বাজিমাৎ করেছেন দিতিপ্রিয়া। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কারের তকমা লাগিয়ে নিলেন নিজের গায়ে। খুবই যত্ন সহকারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপুর সংসার কে নেয়া ভাবে সাজিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র ‘অভিযাত্রিক’ ছবিতে। যেখানে লিড চরিত্রে অভিনয় করেছেন ‘করুণাময়ী রানী রাসমণি’ খ্যাত দিতিপ্রিয়া।

উল্লেখ্য, এই সিনেমায় নাকি অভিনেত্রীর একটিও সংলাপ নেই। আর এই ছবিটি প্রায় ৩ বছর সময় ধরে তৈরি করা হয়েছে। অবশেষে এই ছবির সাফল্যে বেজায় খুশি অভিনেত্রী দিতিপ্রিয়া সহ গোটা টিম।

গত শুক্রবার জাতীয় পুরস্কারের মঞ্চে সেরার সেরা বাংলা সিনেমা হিসাবে নির্বাচিত হয়েছে ‘অভিযাত্রিক'(Avijatrik)।