Bhojpuri Video: মাঝ মাঠে কেশরী লাল যাদবের সঙ্গে গদগদ প্রেমের দৃশ্যে হট আম্রপালি দুবে

Bhojpuri Video: খোলা আকাশের নিচে মাঝ মাঠে কেশরী লাল যাদবের সঙ্গে গদগদ প্রেমের দৃশ্যে হট অভিনেত্রী আম্রপালি দুবে

সম্প্রতি সময়ে নেট দুনিয়ায় একটি ভোজপুরি গানের ভিডিও ভীষণরকম ভাইরাল হয়েছে। আর এই গানের ভিডিওতে এক সঙ্গে দেখা গিয়েছে ভোজপুরি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটিকে। তাঁরা আর কেউ নয় আম্রপালি দুবে ও কেশরী লাল যাদব। এনারা দুজনেই ভোজপুরি ফ্লিম ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকা অন্যতম দুই। এই ভিডিওতে তাদের দুজনের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে দর্শকের মধ্যে, সে কথা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই ভিডিওটি আবারও ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়, যার ভিউজ সংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়ে লাখে কথা বলছে।

অভিনেত্রী আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অন্যতম জনপ্রিয়, সুন্দরী এবং প্রথম সারির অভিনেত্রী। তিনি সেখানকার দর্শকদের মাঝে ভীষণভাবে জনপ্রিয়। সম্প্রতি ‘ভাতার লা আভাতার’ এই গানের তালে পর্দায় জনপ্রিয় অভিনেতা কেশরী লাল যাদবের সঙ্গে খোলা আকাশের নীচে মাঝ মাঠে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে রোমান্টিক হতে দেখা গেছে অভিনেত্রীকে। আর তাদের দুজনের সেই প্রেমের দৃশ্য যে দর্শকরা বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, সে কথা আলাদাভাবে বলাই বাহুল্য। এই জনপ্রিয় ভোজপুরি গানের তালে তাদের দুজনের নাচ যে ভক্তদের পছন্দ হয়েছে, তা আর আলাদাভাবে বলার কিছুই নেই।

এই জনপ্রিয় ভিডিওটি ‘এসআরকে মিউজিক’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে মাস দুই আগে শেয়ার করে নেওয়া হয়েছিল। আর এই মুহূর্তে যা পৌঁছে গিয়েছে ৫৩ লাখেরও বেশি মানুষের কাছে। উল্লেখ্য গানটি কেশরী লাল যাদব এবং অভিনেত্রী আম্রপালি দুবে অভিনীত জনপ্রিয় ভোজপুরি ছবি ‘ডোলি সাজাকে রাখনা’- এর।

এই জনপ্রিয় গানটিতে কন্ঠ দিয়েছিলেন স্বয়ং অভিনেতা কেশরী লাল যাদব এবং শিল্পী রাজ। এই গানটির কথা দিয়েছেন বিজয় চৌহান, এবং সুর দিয়েছিলেন আর্য শর্মা। আপাতত, এই জনপ্রিয় গানের ভিডিওর সূত্র ধোরে পুনরায় সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হয়েছেন ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রথম সারির দুই তারকা আম্রপালি দুবে এবং কেশরী লাল যাদব।