Bhojpuri Video: কাজল রাঘবানির সঙ্গে রোম্যান্টিক মুহূর্তে খেসারি লাল যাদব, ইন্টারনেট দুনিয়ায় ভিডিও ব্যাপক ভাইরাল

Bhojpuri Video: ভোজপুরী গানে কাজল রাঘবানির সঙ্গে রোম্যান্টিক মুহূর্তে ধরা দিলেন খেসারি লাল যাদব

বর্তমান দিনে ভোজপুরি গান সবচেয়ে জনপ্রিয় কয়েকটি ভারতীয় সংগীতের মধ্যে একটি হয়ে উঠেছে। আর তাই তো যে কোন অনুষ্ঠানেই আজকাল ভোজপুরি গানের বাহার লেগেই থাকে। সবচেয়ে বড় কথা হল, যে কোন পার্টিতে এই ধরনের গানই যেন বেস্ট হয়ে উঠেছে। বহু অনুষ্ঠানেই আমরা ভোজপুরি গান শুনে থাকি এবং অনেকেই এই ভোজপুরি গানের সাথে তাল মিলিয়ে নাচ করে মঞ্চ মাতিয়ে দেন। ভোজপুরি এমন অনেক তারকা রয়েছেন যারা বর্তমানে বলিউড বেশ কিছু তারকাদের থেকেও অনেক বেশি জনপ্রিয়। এদের মধ্যে উল্লেখ্য নিরাহুয়া, খেসারি লাল যাদব ও রবি কিসান প্রমুখ।

ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে অনেক অভিনেত্রীরাও নিজেদের বেশ জনপ্রিয়তা তৈরি করে ফেলেছেন। আর সেই তালিকায় আমরা অবশ্যই পেয়েছি ঝুমা বৌদি খ্যত বাঙালি কন্যা মোনালিসাকে। তার পাশাপাশি রয়েছে মস্তরাম অভিনেত্রী রানি চ্যাটার্জি ও অভিনেত্রী আম্রপালি দুবে। তবে তাদের সাথে সাথে আরো একজনের নাম না করলেই নয় আর তিনি হলেন অভিনেত্রী কাজল রাঘবানি। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে সম্প্রতি তিনি অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠেছেন।

আরও পড়ুন,
* Sonam Kapoor Oops Moments: ছোটো পোশাকে উপস মোমেন্টের শিকার সোনম কাপুর, দেখুন ভিডিও
* Anjali Arora: আঁটোসাঁটো টপ পরে এই পোজ দেখালেন অঞ্জলি আরোরা, নেট দুনিয়ায় হু হু করে ভিরাল ভিডিও

যেকোনো ভোজপুরী গানে তার নাচের ভঙ্গিমা এবং তার অভিনয় দক্ষতা সকল দর্শকদের মুগ্ধ করে। সম্প্রতি, অভিনেত্রী কাজল রাগবানির একটি নতুন ভিডিও নেট দুনিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই ভিডিওতে অভিনেত্রী ভোজপুরি জগতের অন্যতম জনপ্রিয় অভনেতা খেসারি লাল যাদবের সঙ্গে অভিনয় করছেন। এই ভোজপুরী গানের নাম “কামারিয়া সে শাড়ি ছোটাল”।

এই ভিডিওতে দুজনকে স্বামী স্ত্রীর ভূমিকাযতে দেখা গিয়েছে। এই ভোজপুরী গানে দুজনকে দেখা গিয়েছে একটি রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে। যেখানে দেখা যাচ্ছে, রান্নাঘরে রান্নার কাজ করছেন অভিনেত্রী কাজল রাঘবানি এবং সেখানেই উপস্থিত হয়েছেন অভিনেতা খেসারি লাল যাদব। দর্শকরা তাদের রোম্যান্টিক মুহূর্ত দেখে মুগ্ধ।

আরও পড়ুন,
* Sunita Baby: সালোয়ার সুট পরে ব্যাপক নাচলেন সুনিতা বেবি, দেখুন ভিডিও
* Neha Malik: তোয়ালে পরে বাথটাবে এমন পোজ দিলেন ভোজপুরি নায়িকা নেহা মালিক, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ছবি