Bhojpuri Video: রানী চ্যাটার্জির সঙ্গে খেসারি লাল যাদবের রোম্যান্স দেখে হতবাক অনুগামীরা, মুহূর্তে ভাইরাল ভিডিও

Bhojpuri Video: অভিনেত্রী রানী চ্যাটার্জির সঙ্গে খেসারি লাল যাদবের রোম্যান্স দেখে হতবাক অনুগামীরা

যখন দুইজন ভোজপুরি সুপারস্টার একসঙ্গে কোনও একটি সিনেমা অথবা কোনও একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন তখন সেই সব সিনেমা অথবা ভিডিও ব্যাপক ভাবে জনপ্রিয়তা পায়। আর সেই জায়গায় যদি সুপারস্টার খেসারি লাল যাদব, তাহলে তো আর কোনও কথায় নেই, সেই ভিডিও হয়ে যায় সুপারহিট। সম্প্রতি, ভোজপুরি দুই সুপারস্টার তথা খেসারি লাল যাদব ও অভিনেত্রী রানী চ্যাটার্জি একসঙ্গে একটি ভিডিওতে অভিনয় করেছেন। আর এই গানের ভিডিওতে একসঙ্গে রোম্যান্স করতে দেখা যাচ্ছে তাদেরকে। তবে এই ভিডিওটি বেশ পুরনো কারণ, এই গানের ভিডিওতে অভিনেত্রী রাণীকে দেখা যাচ্ছে তার সেই পুরনো লুকে।

আরও পড়ুন,
* Robot Lawyer: ‘বিশ্বের প্রথম রোবট আইনজীবী’, এ বার আমেরিকার আদালতে মামলা লড়বে ‘রোবট আইনজীবী’!
* ঐন্দ্রিলার পর এ বার মারণ রোগ ক্যানসারে আক্রান্ত তাঁর মা শিখা শর্মা, চলছে চিকিৎসা

এই গানের ভিডিও্টিতে দেখা যাচ্ছে যে অভিনেত্রীর ওজন বেশ অনেকটাই বেশি। তবে তার ফিগার নিয়ে তিনি সে সময় তেমন একটা সিরিয়াস ছিলেন না। কিন্তু বর্তমানে তার ওজন অনেকটাই কম। তবে হ্যাঁ আগের সেই পরনো লুক এবং তার বর্তমান লুক অনেকটাই আলাদা। আর এই ভিডিওতে অভিনেত্রিকে একেবারেই আলাদা রকম লাগছে। তার অনুরাগীদের কাছেও কিন্তু তার এই ভিডিওটি বেশ অন্য রকমই মনে হয়েছে। অনেকে তো প্রথমে তাকে চিনতে পারছেন না।

অভিনেত্রী রানী চ্যাটার্জি ও খেসারি লাল যাদবের জনপ্রিয় সাহসী বেডরুম সং “মাউকা কে লাভ লা পাজা মে দাব লা” ইউটিউব চ্যানেল বিগ স্টার ভোজপুরিতে ৪০ মিলিয়নের বেসি ভিউ হয়েছে। যেখানে তাদের দুজনের ইলেকট্রিফাইং রসায়ন দেখা যাচ্ছে। ‘মাউকা কে লাভ লা পাজা মে দাব লা’-তে সুপারস্টার খেসারির সঙ্গে সাহসী দৃশ্যে শুটিং করেছেন অভিনেত্রী রানি। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন খেসারি লাল যাদব এবং ইন্দু সোনালি, এবং আজাদ সিং গানের কথা লিখেছেন। এই

এই জনপ্রিয় গানটি রিলিজ করা হয়েছিল ২০১৬-র ডিসেম্বরে। সেই সময় অভিনেত্রীর ওজন অনেকটাই বেশি ছিল এবং তাকে ব্রত্মানের চেয়ে অনেকটাই আলাদা রকম দেখতে ছিল। এই ভিডিওতে সুন্দরী রানী চ্যাটার্জির সঙ্গে সুপাস্টার খেসারি লাল যাদবকে দারুন রোম্যান্স করতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন,
* Web Series: কবিতা ভাবির ওয়েব সিরিজ ভুল করেও কারো সামনে দেখবেন না, এমন দৃশ্য রয়েছে ভিডিওতে
* Bhojpuri Video: বেডরুমে খুল্লাম খোলা রোমান্স করলেন পবন সিং ও কাজল রাঘওয়ানি, মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল