BIG BREAKING: রাজ কুন্দ্রার গ্রেফতারির প্রতিবাদে সম্পূর্ণ নগ্ন হয়ে লাইভে এলেন গহনা বশিষ্ঠ! অভিনেত্রীর প্রশ্ন, ‘এটাও কি পর্ন?’

বলিউডের রাজ কুন্দ্রা সম্পর্কিত পর্নকাণ্ডে জামিনে ছাড়া পেয়েছেন গহনা বশিষ্ঠ। শুরু থেকেই রাজ কুন্দ্রার গ্রেফতারির বিরোধিতা করেছেন ‘গন্দি বাত’ খ্যাত এই অভিনেত্রী। বারবারই তিনি দাবি তুলেছেন ‘হটশটস’ অ্যাপে তাঁরা যে ভিডিয়ো তৈরি করেছিলেন সেই ভিডিও গুলি ইরোটিকা, পর্ন নয়। এবার ইনস্টাগ্রামে বিস্ফোরক এই অভিনেত্রী, তিনি লাইভ করলেন এই বিতর্কিত ভিডিও। সম্পূর্ণ নগ্ন হয়ে সেখানে তিনি ইরোটিকা (যৌন উদ্দীপক) ছবি আর পর্ন ছবির মধ্যেকার পার্থক্য বোঝানোর চেষ্টাই করেছেন গহনা বশিষ্ঠ।

 আমি একটু কাপড়ও পরে নেই, কিন্তু এটাকে তো কেউ পর্ন বলছে না। অথচ যখন আমি কাপড় পরে থাকি, সেই সময় কেউ কেউ সেটা পর্ন বলে’, ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে বিস্ফরক অভিনেত্রী গহনা।

অভিনেত্রীর কথায়, ‘এটা মানুষ-জনের হিপোক্রেসির চূড়ান্ত সীমা’। প্রায় মিনিট তিনেক দীর্ঘ এই ভিডিয়োতে দেখাগেছে বিছানার উপর উপুর হয়ে শুয়ে থাকতে গহনাকে, তিনি হাত দিয়ে বুকের সামনের অংশ ঢেকে রেখেছেন।

অভিনেত্রীর শরীর দৃশ্যমান নয় ক্যামেরায়। হিন্দিতে গহনা বলেছেন, ‘বন্ধুরা আমি লাইভে যাচ্ছি সম্পূর্ণ নগ্ন হয়ে, আপনারাই বলুন, এটা কি অশ্লীল লাগছে? এটাকে কি অপনারা পর্ন বলবেন? বিশ্বাস করুন আমি কিছুই পরে নেই। কিন্তু যখন আমি কোনও অ্যাপের জন্য শ্যুট করি তখন সর্বদাই জামাকাপড় পরে থাকি, তবুও সেই ভিডিওকে পর্ন বলা হচ্ছে… এটা হিপোক্রেসি নয় তো আর কী?

এর চেয়ে বেশি আর কিছুই বলতে চান না অভিনেত্রী এমনটাই জানান গহনা, তবে তিনি এই ভিডিয়োর কোথাও রাজ কুন্দ্রার নাম একবারও উচ্চারণ করেননি। পর্নকাণ্ডে আপাতত বিচারবিভাগীয় হেফাজতেই রোময়েছেন রাজ কুন্দ্রা, গত ১৯শে জুলাই মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হয়েছেন শিল্পা শেট্টির স্বামী।

সম্প্রতি এক সাক্ষাত্কারে ‘হটশটস’-এর একাধিক ভিডিয়োর মুখ অভিনেত্রী গহনা জানান, তিনি কোনো পর্ন ভিডিয়ো শ্যুট করেনইনি, তাঁর বিরুদ্ধে কোনও ‘তথ্য-প্রমাণও নেই’ তবুও তাঁকে গ্রেফতার করা হয়েছিল এবং আদালতেও তোলা হয়। রাজের পাশে দাঁড়িয়ে অভিনেত্রী গহনা বশিষ্ঠ জানিয়েছেন, ‘রাজের এই ব্যবসা ভারতের বাইরে থেকে চালানো হচ্ছিল।

হটশটস ওঁনার অ্যাপ, আর্মসপ্রাইম ওঁনার কোম্পানি যা পুনম পান্ডে শার্লিন চোপড়া এবং আরও অনেকের জন্য অ্যাপ তৈরি করেছি্ল, সেই তালিকায় রয়েছি আমিও।

তবে লোকজনের অভিযোগ, রাজ তাঁদের পর্ন দুনিয়ায় ঠেলে দিয়েছেন, বিশেষ করে পুনম আর শার্লিনকে! অভিনেত্রী পুনম পান্ডে অনেক বছর ধরেই নগ্ন ভিডিয়ো তৈরি করেছেন। রাজের বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন’।