বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অমিশা প্যাটেল (Amisha Patel)। হৃতিক রোশনের বিপরীতে ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির মধ্য দিয়েই বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী অমিশা।আমরা সকলেই জানি সিনেমাটি বক্স অফিসে বলিউডের অন্যতম সফল সিনেমা হিসেবেই পরিচয় লাভ করেছে। আর এরপরই একে একে বহু সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী অমিশা। তবে হঠাৎ-ই একপ্রকার বলিউড থেকে উধাও হয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। তবে আবারো সোশ্যাল মিডিয়ায় নিজের জাদু দেখাতে শুরু করেছেন এই নায়িকা।
আর বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভও থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রী আমিশা প্যাটেলকে। আর বিভিন্ন ছবি ও এবং ভিডিও পোস্ট করে নেট দুনিয়া কাঁপাচ্ছেন এই নায়িকা। আর সম্প্রতি ঠিক তেমনই অমিশার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আর এই ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, খোলা নীল আকাশে নিচে কালো রঙের ডিপ নেক বিকিনি এবং কালো রঙের নেটের সারঙ পরে আছেন এই অভিনেত্রী। আর তার গলায় রয়েছে কালো-সোনালি লঙ নেকপিস এবং চোখে রয়েছে সানগ্লাস। আর তিনি পায়ে পরে রয়েছেন সাদা রঙের বিচ স্লিপার, এককথায় বোল্ড অবতারে নেটিজেনদের ঘায়েল করেছেন এই অভিনেত্রী। আর বহুদিন পর প্রিয় অভিনেত্রীকে দেখে বেজায় খুশি তার অনুরাগীরা।
এই ভিডিওটি দিল্লিতে শুট করা হয়েছে, যেখানে এই মুহূর্তে সিনেমার শুটিং কালছে। অর্জুন রামপাল (Arjun Rampal) ও ডেইজি শাহ (Daisy Shah) অভিনীত মিস্ট্রি অফ ট্যাটু সিনেমাতে একটি ছোট অথচ খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অমিশা। আর সম্প্রতি সেই ছবির শুটিং চলছে দিল্লিতে। জানা গেছে এই ছবিটি একটি থ্রিলার গল্পের উপরেই নির্মিত। আর এই ছবিটি পরিচালনা করছেন কালাইরারি সাথাপ্পা (Kalairari Sathappa) এবং গণেশ মহাদেবন (Ganesh Madevan)।
উল্লেখযোগ্য, সম্প্রতি অমিশা প্যাটেল ও সানি দেওল অভিনীত ব্লকবাস্টার ছবি ‘গদর : এক প্রেম কথা’- কুড়ি বছর পূর্ণ হল। অনিল শর্মা (Anil Sharma)র পরিচালিত এই ছবিটিতে তুলে ধরা হয়েছিল ভারত ভাগের প্রেক্ষাপটকে। আর এই ছবিতে সানি দেওল ও অমিশা প্যাটেল এবং অমরেশ পুরীর মতন অভিনেতারা কাজ করেছেন। আর সেই ছবির কুড়ি বছর পূর্তিতেই অভিনেত্রী অমিশা একটি স্টীল শেয়ার করে নস্টালজিয়ায় ভেসেছেন।
আর তাছাড়া শোনা যাচ্ছে যে ছবির পরিচালক অনিল শর্মা ‘গদর: এক প্রেম কথা’-ছবিটির সিক্যুয়েল বানাতে চান। যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত ছবির কলাকুশলীরা কোন মন্তব্যই করেননি।