৪০ পেরিয়েও শরীর বেয়ে চুইয়ে পড়ছে ভরা যৌবন, মারকাটারি ফিগারে দারুণ ছক্কা হাঁকাচ্ছেন সাহসী রাইমা
টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তথা মহানায়িকা সুচিত্রা সেনের ছোটো নাতনি হলেন রাইমা সেন(Raima Sen)।
তার সৌন্দর্য্য যেন মনে করিয়ে দেয় মহানায়িকাকে। আসলে তার মধ্যে রয়ে গিয়েছে দিদার ছাপ। অন্যদিকে বয়স ৪০ বেরিয়ে গেলেও তাকে দেখে, তা বোঝার উপায় নেই। লাস্যময়ী রূপ আর হটনেস হার মানাবে যে কোনো যুবতীকে।
অন্যদিকে সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে সক্রিয় এই অভিনেত্রী। সচরাচর নিজের বিভিন্ন বোল্ড ফটোশ্যুটের দৃশ্য ভাগ করে নেন সেখানে। সম্প্রতি পোস্ট করেছেন সেরকমই একটি ছবি। জনপ্রিয় ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্যামেরায় বন্দী হয়েছিলেন তিনি। যেখানে প্রকাশ্যে এসেছে তার উন্মুক্ত পিঠ। আর বক্ষযুগল ঢেকেছেন সামান্য কাপড় দিয়ে।
ঘন কাজল আর খোলা চুলে থাকা সেই ছবি ঝড় তুলেছে হাজারও পুরুষ অনুগামীদের বুকে। সেখানে যেমন প্রশংসার ঝড় তুলেছেন অনুগামীরা তেমনই নিমেষে ভাইরাল হয়েছে তার সেই ছবি।
তবে শুধু এই ছবি নয় মাঝেমধ্যেই এরকম ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখামাত্র প্রশংসায় পঞ্চমুখ হন দর্শকেরা। উল্লেখযোগ্য, এই বয়সে এসেও তিনি তার শরীরের গঠনকে দিব্যি ধরে রেখেছেন।
তার এই ফিট শরীর এবং লাস্যময়ী রূপ দেখে কুপোকাত হন দর্শকেরা। এক কথায় বলতে গেলে বয়স বাড়লে যে সৌন্দর্য্য কমে যায় এই কথাটিকে ভুল প্রমাণ করেছেন তিনি।
অন্যদিকে, সিনেমার চিত্রনাট্য নির্বাচন হোক বা ক্যামেরার সামনে পোজ দেওয়া সবেতেই পছন্দমাফিক থাকেন রাইমা। আসলে নিজের মর্জি মতো চলতেই পছন্দ করেন এই অভিনেত্রী।