Rakhi Sawant: বিয়ের উপর আর ভরসা নেই, কাঁদতে কাঁদতে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ রাখির

Rakhi Sawant: বিয়ের উপর আর ভরসা নেই, কাঁদতে কাঁদতে স্বামী আদিল দুরানির বিরুদ্ধে থানায় অভিযোগ রাখির

কিছু দিন ধরে চলছে চূড়ান্ত নাটকীয়তা। শেষে মেশ সোমবার রাত্রে ৭ মাসের স্বামী আদিল দুরানির সাথে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন অভিনেত্রী রাখি সবন্ত(Rakhi Sawant)। বর্তমানে তাঁকে ছেড়ে আদিল অন্য নারীর সঙ্গে রয়েছেন। অভিনেত্রী তার স্বামীর বীরুধে পরকীয়ার অভিযোগ এনেছেন। আর শুধু তা-ই নয়, ৭ মাসের স্বামী আদিলের বিরুদ্ধে রাখির আরও বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে মুম্বইয়ের ওসিওয়ারা থানার বাইরে।

সংবাদমাধ্যমের সামনে রাখি সবন্ত(Rakhi Sawant) -এর চোখের জল যেন বাঁধ মানতে চাইছে না। অভিনেত্রি গার্হস্থ হিংসার অভিযোগ আনেন আদিলের বীরুধে। তিনি দাবি করেছেন, আদিল তাঁর উপর রীতিমতো মারধর করতেন। রাখির আরও দাবি করেছেন, এক দিন তার স্বামী আদিল তাঁকে দরজা পর্যন্ত এমন ভাবে হিঁচড়ে নিয়ে গিয়েছেন যে, তিনি প্রস্রাব করে ফেলেছেন। এখানেই শেষ নয়, অভিনেত্রী রাখি নিজের মায়ের মৃত্যুর জন্য আদিলকেই দায়ী করেছেন।

তিনি জানিয়েছেন, মায়ের অস্ত্রোপচারের জন্য দেননি সঠিক সময়ে টাকা দেয়নি। সেই কারণেই তিনি তার মাকে হারিয়েছেন। সাত-আট মাসের মধ্যে নাকি তিনটি বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়েছেন তাঁর স্বামী আদিল। তিনি কাঁদতে কাঁদতে আরও বলেন, বিয়ে উপর তাঁর ভরসা উঠে গিয়েছে।

বলিউডের ‘ড্রামা কুইন’ কাঁদতে কাঁদতে এক সময় মাটিতেই বসে পড়েন। “আর কত কষ্ট দেবে আদিল” কাঁদতে কাঁদতে হতাশার সুর অভিনেত্রী রাখি সবন্ত(Rakhi Sawant)-এর গলায়। আক্ষেপের সুরে তিনি আরও বলেন, “আদিল আমাকে সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চাইতে বলেছিল। বলেছিল যে, আমি যদি ক্ষমা চাই, তা হলে ও আবার ফিরে আসবে। ও বলেছিল সকলকে ছেড়ে দিয়ে আমার কাছে আবার আসবে। কিন্তু আসেনি ও।” প্রায় দিন নিত্য নতুন ঘটনা ঘটছে রাখি-আদিলকে কেন্দ্র করে। একাংশ নিন্দুকদের দাবি, পুরোটাই নাকি অভিনেত্রী রাখির সাজানো। কিন্তু এর পর ঠিক কোন দিকে মোড় নেয় রাখি-আদিলের দাম্পত্য, সেটাই দেখার জন্য শুধু মাত্র সময়ের অপেক্ষা।