আপনার বাড়িতে ঘরের মেইন দরজার সামনে যদি বিশেষ কিছু জিনিস রাখেন তাহলে কিন্তু আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে। তবে এমনও কিছু জিনিস আছে যেগুলো ঘরের মেন দরজার সামনে রাখলে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। দেখে নিন বাড়ির মেন প্রবেশদ্বারের সামনে কি কি জিনিস রাখা যাবে না।
১. নোংরা আবর্জনা:- বাড়ির প্রবেশ দ্ধারের সামনে কখনই নোংরা আবর্জনা রাখবেন না। এতে আপনার ঘরে অশুভ শক্তি প্রবেশ করবে।
২.ঝাড়ু:- বাড়ির মেন দরজার সামনে ঝাড়ু রাখবেন না।এতে নিতিবাচক শক্তি গৃহে প্রবেশ করবে।
৩.বৈদ্যুতিক তার:- বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে বৈদ্যুতিক তার কিংবা খুটি বা লাঠি রাখবেন না। এতে আপনার জীবনে বিপদ আসতে পারে।
৪. জুতো:- বাড়ির মূল দরজার সামনে জুতো রাখবেন না। যদি রাখেন তাহলে আপনার বাড়িতে কিন্তু অশুভ শক্তি প্রবেশ করবে।
৫. মানি প্ল্যান্ট:- আমরা সকলেই জানি মানি প্ল্যান্ট আমাদের অর্থনৈতিক সংকট দূর করে। কিন্তু আপনারা হয়তো এটা জানেন না এই মানি প্ল্যান্ট যদি আপনার গৃহের বাইরে রাখেন তাহলে কিন্তু উল্টো ভালোর পরিবর্তে খারাপ হবে।
Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ অনুযায়ী এই কথা গুলো বলা হয়েছে। কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে এরূপ না হতে পারে।