ছেলেদের কোন জিনিসটার দিকে নজর আটকে থাকে মেয়েদের, জানলে চমকে উঠবেন

রাস্তা-ঘাটে চলতে ফিরতে একে অপরের দিকে ঝাড়ি মারাতো চলতেই থাকে। তবে সেক্ষেত্রে শুধু ছেলেরাই নয়, মেয়েরাই বা কম কীসে। তবে মেয়েরা যখন একটি ছেলের দিকে তাকায় তখন সবার আগে কোন জিনিসের দিকে তাদের চোখ পরে, এটা কি জানাআছে,

তবে সম্প্রতি সমীক্ষায় দ্বারা একটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ছেলেদের দিকে তাকানোর সময় ঠিক কোন জিনিসের দিকে মেয়েদের চোখ প্রথমে পড়ে তা জানলে সত্যিই অবাক হবেন।

ছেলেদের কোন জিনিসটার দিকে নজর আটকে থাকে মেয়েদের

ছেলেরা মেয়েদের শরীরের যেমন অনেককিছু দেখে থাকেন ঠিক তেমনি মেয়েরা এক কাঠি উপরে ছেলেদের তুলনায়। মেয়েরা যে কোনও অপরিচিত ছেলের দিকে তাকানোর সময় সবসময়েই ছেলেদের চোখের দিকেই তাকায়।

কারণ ছেলেটি কোনদিকে তাকিয়ে আছেন বা ঠিক কী দেখছেন সেটা তার চোখের দিকে তাকালেই খুব সহজেই বুঝতে পারেন। কোনও পুরুষের চোখের দৃষ্টি তার মানসিকতা ও চরিত্রকে দর্পণ হয়ে থাকে।

একটি ছেলেটি কতটা পরিষ্কার তা নির্ভর করে তার জুতোর উপর। আর তাই চোখের পর সোজা মেয়েদের চোখ যায় ছেলেদের জুতোর দিকে। যদিও ছেলেটির পোশাকও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থাকে। তার জামাকাপড়ই তার পছন্দকে প্রকাশ্যে ফুটিয়ে তোলে।

একটি ছেলের বডি ল্যাঙ্গুয়েজই বলে দেবে তার চরিত্র ঠিক কেমন হবে। ভাল ইম্প্রেশনের জন্য সবার আগে নিজেকে ঠিক রাখতে হবে। ছেলেটি ঠিক কতটা ভাল ও মনযোগী সেদিকেও খুব খেয়াল রাখে মেয়েরা। তবে হাতখোলা ছেলেদেরই মেয়েরা খুব বেশি পছন্দ করে। তার সঙ্গে ম্যানার্স, ব্যবহার সবকিছুই খতিয়ে দেখে থাকে মেয়েরা।