Viral: টুকটুকে লাল পোশাক দুর্দান্ত এক্সপ্রেশন, অসাধারন নেচে প্রশংসা প্রশংসা কুড়োলো খুদে দুই কন্যা

মানুষের মধ্যে থাকা নানান সুপ্ত প্রতিভাকে বর্তমানে মুঠোফোনের মাধ্যমে ক্যামেরাবন্দি করে মানুষ কাছে পৌঁছে দেয় নেট দুনিয়া।

নেট দুনিয়ায় এভাবেই প্রায়ই ভাইরাল হয় বহু নামি ও অনামী শিল্পীদের করা অসাধারণ নাচ, গান এবং আবৃত্তি ছাড়াও বিভিন্ন প্রতিভার ভিডিও। আর এই সব বিষয়গুলি মানুষের মনোরঞ্জন করতে পারলেই তা নিমিশের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। আর তো আর কিছু কিছু মানুষ ভাইরাল হওয়ার মাধ্যমে যেমন নিজেদের পরিচিতি লাভ করেন ঠিক তেমনি অন্যান্যরা এর মধ্যে থেকে নিজেদের জীবিকা খুঁজে পায়।

আর সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল দুই বোনের দুর্দান্ত নাচের যুগলবন্দী। খোলা অকাসে নিচে বাড়ির ছাদে কোন রকম স্টেজ ব্যাকগ্রাউন্ড ছাড়াই প্রকৃতিকে সাক্ষী রেখে দুর্দান্ত ডান্স পারফরম্যান্স করতে দেখা গেল এই দুই বোনকে। আর অসম বয়সী এই দুই বোনের মধ্যে একজনের বয়স খুব জোর ৫-৬ বছর আর অন্যদিকে অপর জনের বয়স ১৮ ছুই ছুই।

আর এদিন দুজনের পরনেই ছিল টুকটুকে লাল রঙের ডিজাইনার লেহেঙ্গা, অনুজের চুল খোপা করে বাঁধা থাকলেও অগ্রজের চুল কিন্তু খোলাই ছিল। সুন্দরী এই দুই বোন এদিন হালকা মেকআপ এবং লাল লিপস্টিকেই সেজে উঠেছিল। বাড়ির ছাদেতে “ঝুমুর ঝুমুর নুপুর বাজে” গানের তালে তালে অনবদ্য ভঙ্গিমায় নাচ করেছে।

আর তাদের নাচ দেখে এটা বোঝা যায় যে দুজনে বেশ ভালোই প্রশিক্ষণপ্রাপ্ত। দুই বোনের এই পারফরম্যান্সের প্রতিটি স্টেপস সম্পূর্ণ ছিলো নিখুঁত। “রওশান টিভি” নামক একটি ইউটিউব চ্যানেল থেকেই কিছুদিন আগেই প্রকাশ পাওয়া এই ভিডিওটিতে এরই মধ্যে হাজার হাজার লাইক এর সাথে সাথে ভিউজ রয়েছে প্রায় আড়াই লাখের বেশি।

এই দুই অসম বয়সী বোনের দুষ্টু মিষ্টি ডান্স পারফরম্যান্স সকলেরই নজর কেড়েছে। আর তাইতো তাই কমেন্ট সেকশনে প্রত্যেকেই তাদের বেশ প্রশংসা কোরেছেন।