যে সকল ব্যক্তিরা দেবাদিদেব মহাদেবের পূজা করেন, তারা সোমবারে এই সব জিনিস গুলো করবেন না এবং এই সব খাবার খাবেন না। তবে এই জিনিস গুলো যদি সঠিকভাবে নিয়ম মতো পালন করতে পারেন তাহলে খুবি ভালো ফল পাবেন। সনাতন ধর্মের প্রায় সকল বাড়িতেই দেবাদিদেব মহাদেবের পূজা করে থাকেন। এবং আমরা সকলেই দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে থাকি। কারণ আমরা সবাই জানি দেবাদিদেব মহাদেব যদি আমাদের ওপর সহায় থাকেন তাহলে আমাদের জীবনের সুখ-শান্তির সমৃদ্ধি পেতে বেশি সময় লাগবে না। কিন্তু আবার যদি আমাদের কোনো কারণে দেবাদিদেব মহাদেব রুষ্ট হয়ে যান তাহলে আবার জীবন ছাড়খাড় হতেও বেশি সময় লাগবে না। তার জন্য অবশ্যই আমাদের সঠিক নিয়ম, নিষ্ঠা, ও ভক্তি সহকারে বাড়িতে দেবাদিদেব মহাদেবের পূজা করা উচিৎ।

আরও পড়ুন,
* বৃহস্পতিবার হলুদ দিয়ে এই টোটকা করলে ‘মা লক্ষ্মী’ ধরা দেবেন আপনার গৃহে
তবে এমন কিছু জিনিস আছে যা হয়তো আমাদের সবার জানা নেই। কিন্তু আমরা সেই জিনিস গুলো আমাদের অজান্তেই দিনের পর দিন করতে থাকি, আর তার ফলে আমাদের জীবনে দুর্ভাগ্য আমরাই বয়ে আনি।
তাহলে দেখে নেওয়া যাক নিয়ম গুলি কী কী
a)বিবাহিত মহিলারা অবশ্যই মনে রাখবেন দেবাদিদেব মহাদেবকে সিঁদুর অর্পণ করবেন না।
b)ডাবের জল দেবাদিদেব মহাদেবের খুবই প্রিয়, পূজা সম্পন্ন হওয়ার আগে ডাবের জল খাবেন না এবং যদি সম্ভব হয় সোমবারে ডাবের জল খাওয়া বাদ দিতে পারলেই ভালো হয়।
আরও পড়ুন,
* Viral News: ছত্তিশগড়ে জন্ম হল তিন চক্ষু বিশিষ্ঠ বাছুড়ের, মহাদেব অবতার ভেবে পুজো করছেন গ্রামবাসীরা
* বাড়ির এই স্থানে ময়ূরের পালক রাখলে অর্থনৈতিক সংকট কেটে যাবে
c)সোমবারে দুধ এবং দুধের তৈরি কোনো খাবারও খাবেন না, কারণ দেবাদিদেব মহাদেব তাতে খুবি রুষ্ট হয়ে থাকেন।
d)সোমবারে সবুজ শাকপাতা না খাওয়াই ভাল, যতটা সম্ভব সোমবার দিনে সবুজ শাকপাতা খাওয়া এড়িয়ে চলুন।

f) সোমবারে কখনোই বেগুন খাবেন না। কারণ সোমবারে বেগুন খেলে সংসারের সুখ-শান্তির বিঘ্ন ঘটে।
আরও পড়ুন,
* 2022 FIFA World Cup: বিশ্বকাপে নিজের দেশের গর্বের এই কথা বলতে গিয়ে চাকরি খোয়ালেন ধারাভাষ্যকার
* Vastu Tips: ঠাকুরঘরে এই ৭ ভুল করলে হতে পারে বিপদ, বাড়ি ছেড়ে চলে যাবেন মা লক্ষ্মী