বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে যে কোনও সোমবারে সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন। এর পর প্রতি দিন পুজো দিন। বিশেষ করে প্রতি সোমবার উপোস করে শিব পুজো করুন। এতে আয় বাড়বে আপনার।
যদি রূপোর কয়েন জগার করতে পারেন তবে শিব ঠাকুরের সামনে রূপোর কয়েন রেখে তার উপর একটি সুপারি রাখুন। এর পর প্রতি সোমবার এবং শুক্রবার ওই সুপারির মাথায় একটু করে সিঁদুর দিয়ে পুজো করুন। এই নিয়ম মানলে আপনার ফালতু খরচ কমে যাবে। ঘরে টাকা সঞ্চয় হতে শুরু করবে।
আরও পড়ুন,
* WBPSC: রাজ্যের সরকারি দপ্তরে নিয়োগ, বেতন মাসে প্রায় দেড় লক্ষ টাকা
* Vastu Tips: ঠাকুরঘরে এই ৭ ভুল করলে হতে পারে বিপদ, বাড়ি ছেড়ে চলে যাবেন মা লক্ষ্মী
প্রতি সোমবার নিময় করে শিব ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করুন। এরপর ওই প্রদীপের ঘি না ফেলে রেখে দিন শুক্রবার পর্যন্ত। তারপর শুক্রবার ওই ঘি দিয়ে তিলক কাটুন নিজের কপালে। এবং বাকি ঘি বাড়ির পূব দিকে ছড়িয়ে দিন। এই নিয়ম মানলেও আপনার সংসারের অর্থনৈতিক অভাব কেটে যাবে এবং সংসারে সমৃদ্ধি হবে।
আরও পড়ুন,
* শীত আসতেই যেন সর্দি-কাশি-ঠান্ডার সমস্যা লেগেই থাকে, মোকাবিলা করুন খেয়ে সহজ ঘরোয়া উপায়ে
সোমবার শিব ঠাকুরের সামনে কতগুলি কাঁচা টাকা (কয়েন) রেখে পুজো করুন। এরপর সেই কয়েন শুক্রবার পর্যন্ত শিব ঠাকুরের পায়ের সামনেই রেখে দিন। তার পর শুক্রবার স্নান সেরে ওই কয়েন গুলি একটি লাল কাপড়ের মধ্যে নিয়ে আপনার লকারে (টাকা রাখার জায়গায়) রাখুন। এটি ভক্তি সহকারে করতে পারলে কিছু দিনের মধ্যেই সুভফল পাবেন।

আতপ চাল, কলা, ধুতরা ফুল, ধুতরা, কাঁচা দুধ, দই দিয়ে শিব ঠাকুরের পুজো করুন। এরপর অল্প কিছু আতপ চাল নিয়ে যেখানে সংসারের চাল রাখেন তাতে মিশিয়ে দিন। দেখবেন কখনও বাড়িতে চালের অভাব হবে না।
আরও পড়ুন,
* বাড়িতে এই গাছটি লাগালে ধন-দৌলতের অভাব দূর হবে