১৯৯৬-য়ের পর এই প্রথম, ঋণ সংক্রান্ত এই নিয়মটি বদল করল RBI

গত শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাংকের(Reserve Bank of India) তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকের নানান পদে কর্মরত সদস্যদের ও তাদের পরিবারের সদস্যরা এবার ঋণ(Loan) গ্রহণের ক্ষেত্রে আরও সুবিধা পাবেন।

যেসমস্ত সদস্যরা ঋণ(Loan) গ্রহণের ক্ষেত্রে সুবিধা পাবেন ব্যাংকের সেই পদ গুলি হল পরিচালনা পর্ষদ, পরিচালক-নিয়ন্ত্রক এবং চেয়ারম্যানের পরিবারের সদস্যরা।

ভারতীয় রিজার্ভ ব্যাংকের(Reserve Bank of India) নয়া নিয়মের আরো একটি বিষয় হলো ব্যাংকের ঊর্ধ্বতন অফিসাররা যাতে নিজের পরিবারের কাউকে যথেচ্ছ ঋণ না পাইয়ে দেন সেদিকেও নজর রাখেন তারা।

এতদিন পর্যন্ত এই ঋণের(Loan) উর্ধ্বসীমা ছিল ২৫ লক্ষ টাকা। এবার সেই ঋণের পরিমাণ বৃদ্ধি করা হলো। ঋণ গ্রহণের পরিমাণ বৃদ্ধি করে ৫ কোটি টাকা পর্যন্ত করা হয়েছে।

এই ঋণ গ্রহণ বৃদ্ধির উদ্দেশ্য হিসেবে জানা গিয়েছে গত তিন দশকে মুদ্রাস্ফীতি অনেকটাই বেড়েছে। সেই কারণে ১৯৯৬ সালের পর এই প্রথম নিয়মে পরিবর্তন আনল ভারতীয় রিজার্ভ ব্যাংক(Reserve Bank of India)।

ঋণ গ্রহণের উর্ধ্বসীমা বাড়ানোর ফলে আরো একটি সুবিধা হয়েছে। এর আগে কখনও কখনও ব্যাংকিংয়ের বিশেষজ্ঞরা ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস এর যোগ দিতে পারতেন না।

এবার আর সেই সমস্যা থাকবে না বলেই মনে করা হচ্ছে। কারণ এর আগে তাদের পরিবারের কেউ কখনো ২৫ লক্ষ টাকার বেশি ঋণ নিতে সক্ষম ছিলেন না।

ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নিয়মের পরেই এই অসুবিধা হবে না বলে মনে করা হচ্ছে। এবার থেকে বোর্ড অফ ডিরেক্টরস সে অনুমোদনের পরই সদস্যদের পরিবার ঋণ নিতে সক্ষম হবেন।