রসের খাজানা, অনুষ্ঠান বাড়িতে দুর্দান্ত নাচে আসর জমাল সুন্দরী যুবতী, রইল সেই ভিডিও

রসের খাজানা, অনুষ্ঠান বাড়িতে দুর্দান্ত নাচে আসর জমাল সুন্দরী যুবতী, রইল সেই ভিডিও

বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ যে কারণে আমরা ঘরে বসেই পৃথিবীর যে কোনো স্থানের ঘটা ঘটনার কথা ঘরে বসেই জানতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাছাড়া লকডাউন এর কারণে সোশ্যাল মিডিয়ার ব্যবহার ব্যাপক পরিমাণে বেরোছে। লকডাউন এর ফলে অফিস বন্ধ ছেলে মেয়েদের স্কুল ও কলেজ বন্ধ আর সমস্ত কাজকর্ম চলছে অনলাইনে যার ফলে প্রত্যেকেই আরো বেশি করে নির্ভর হয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়ার উপর।

তবে আমরা শুধুমাত্র কাজের ক্ষেত্রে ব্যবহার করিনা সোশ্যাল মিডিয়া, আমাদের মনোরঞ্জনের জন্যও আমরা ব্যবহার করি। সামাজিক মাধ্যমে আমরা দেখে থাকি নানা ধরনের মনোরঞ্জন কর ভিডিও। আবার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অনেকে তাদের প্রতিভা সকলের সামনে তুলে ধরেছেন।

আরও পড়ুন,
* Viral Video: আকাশ থেকে নেমে আসা উড়ন্ত বিমান ধরতে গেল এক যুবক, তারপর কি হল? তুমুল ভাইরাল ভিডিও
* Video: প্রকাশ্য মঞ্চে ‘উপস মোমেন্টের’ শিকার অভিনেত্রী পরিণীতি চোপড়া, হু হু করে ভাইরাল ভিডিও

তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে এক বালিকা অসাধারন নাচ করছেন যা দেখে মুগ্ধ নেটিজেনরা। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বহু মানুষ আর সেখানেই সুভাষ নামের একজন ব্যক্তি যিনি প্রথমে সকলের সাথে মেয়েটিকে পরিচয় করায় ছোটা প্যাকেজ বড় ধামাকা বলে। এরপর স্টেজে উঠে আসে সুভা। মাত্র আট নয় বছর বয়সের এই মেয়েটির নাচ অবাক করার মত।

প্রথমে ধীরে ধীরে শুরু করলেও সময়ের সাথে সাথে তার নাচের স্প্রিট যেন বাড়তে থাকে তারপর একসাথে তিন-চারটে বলিউড গানে দুর্দান্ত পারফরম্যান্সে দেখায় এই বালিকা। সুভার মধ্যে যেন অদ্ভুত এনার্জি রয়েছে যা দেখে দর্শকেরা মুগ্ধ। একটি বিয়ের অনুষ্ঠানে সাধারণ চুরিদার পরে এই বালিকা অসাধারণ পারফরম্যান্স করে।

আরও পড়ুন,
* যোনিতে তীব্র যন্ত্রণা নাবালিকার! দুই বছর আগের কোন ভুলের মাসুল গুনতে হচ্ছে তাকে?
* Jalebi Bai Web Series: উল্লুর এই সিরিজের নায়িকাকে দেখলে রাতের ঘুম উড়তে বাধ্য, নেট দুনিয়ায় ভাইরাল জালেবি বাই’-এর ছবি