‘কড়িখেলা’তে জীবিত হয়ে ফিরে এল পারমিতার প্রথম স্বামী হিমাংশু, নেয়া প্রোমো দেখে হাসি ঠাট্টার আসর দর্শকমহলে
সারাদিনের কাজের শেষে মোনের ক্লান্তি দূর করতেই, রিমোট হাতে টেলিভিষণ’কে সঙ্গে নিয়ে দর্শকমহল প্রবেশ করে বিনোদন জগতে। তারপরেই টিভির পর্দায় নিজেদের প্রিয় চরিত্রদের দেখা মাত্রই মন একেবারে চাঙ্গা হয়ে ওঠে দর্শকদের। যার কারণেই অনুরাগীদের এই সামান্য চাওয়া টুকুর কথা মাথায় রেখেই প্রায়ই নিত্যনতুন টুইস্ট আনা হয় ধারাবাহিকে। যদিও সেই টুইস্ট আনতে গিয়েই বিভিন্ন সময়ে এমন কিছু ঘটনা দেখানো হয়ে থাকে যা দেখা মাত্রই যেনো চোখ কপালে ওঠে অনুরাগীদের।
এমনি এক বিষয় দেখানো হয়েছে দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় জি বাংলার ধারাবাহিক “কড়ি খেলা” (Kori Khela)। যদিও প্রথমদিক থেকেই এই সিরিয়ালটি অন্য সব সিরিয়ালের কাহিনি থেকে একটু আলাদা। তাই সম্পূর্ণ ভিন্ন স্বাদের কাহিনি পেয়ে শুরু থেকেই অনুরাগীদের মনে ব্যাপক জায়গা দখল করে নিয়েছে সিরিয়াল “কড়ি খেলা”। এছাড়া টিআরপি তালিকাতেও প্রায়ই ভালো ফল লাভ করে অবাক করে দেয় এই “কড়ি খেলা”।
কিন্তু সম্প্রতি এই সিরিয়ালের ১টি পর্ব নেট পাড়ায় তুমুল চর্চার বিষয় উঠেছে। উল্লেখ্য যোগ্য, “কড়ি খেলা” সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সবাই ভালো করেই জানেন যে, ধারাবাহিকের নায়িকা পারমিতার আগেও কিন্তু একবার বিয়ে হয়েছিল। এবং পারমিতার প্রথম স্বামীর নাম ছিল হিমাংশু। তবে কাকতালীয়ভাবে বেশ কয়েক বছর আগে তার অ্যক্সিডেন্ট হয়েছিল কিন্তু পারমিতার এই বর্তমান স্বামী অপূর্বর গাড়িতেই। যার ফলে এতদিন যাবৎ পারমিতার মতোই দর্শকরাও এটাই জানতেন ওই অ্যাক্সিডেন্টে হিমাংশু মারা গেছে। তবে সম্প্রতি ধারাবাহিকে এলো নতুন টুইস্ট। ওই অ্যাক্সিডেন্টের পর নিজের প্লাস্টিক সার্জারি করে সম্পূর্ণ এক নতুন রূপে ফিরে এসেছে পারমিতার প্রথম স্বামী হিমাংশু।
যার ফলে পারমিতার জীবনে এখন নেমে এলো উভয় সংকট। আর এই পর্বের কাহিনি দেখার পরে এবার অতীত এবং বর্তমানের মধ্যে ঠিক কাকে মেনে নেবে পারমিতা, এবং ঠিক কি ঘটতে চলেছে এই প্রশ্নই ঘুর ঘুর করছে দর্শকদের মনে। যদিও ধারাবাহিকের মধ্যে এভাবে হঠাৎ করেই মৃতব্যক্তির বেঁচে ওঠায় অনেক হাসি ঠাট্টাও করছেন অনুরাগীরা।