বর্তমান বিখ্যাত বলিউডের এর সাহসী অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই যিনি রয়েছেন তিনি হলেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। সর্বক্ষণই নিজেকে বোল্ড অবতারে মেলে ধরেন অভিনেত্রী উর্বশী রাউতেলা৷ কিন্তু বলিউডে অভিনয়ের জন্য খুব একটা লোকপ্রিয়তা অর্জন করতে না পারলেও, তবে আইটেম সং আর মডেলিং-এ তার মতো জলবা দেখানোর জুড়ি মেলা ভার। যার কারণে তার সাহসিকতা নিয়ে প্রশ্ন না তোলাই শ্রেয়। তিনি তার অপূর্ব সৌন্দর্যের কারণেই অধিক জনপ্রিয়। এছাড়া দেশের একমাত্র মহিলা হলেন যিনি একবার নয়, বরং দুই দু-বার মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা।
তিনি মাত্র ১৭ বছর বয়সেই প্রথম বার, “মিস ইউনিভার্স ইন্ডিয়া” এবং পরে ২০১১ সালেই “মিস ট্যুরিজম কুইন অফ দ্য ইয়ার” আর তার পরে “মিস এশিয়ান সুপার মডেল” খেতাবও জিতেছিলেন তিনি। তবে মিস ইউনিভার্স ২০২১-এর বিচারক হিসেবেও কিন্তু লাইমলাইটে ছিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। যদিও বলার দরকার হয়না, বিখ্যাত বলিউড (Bollywood)অভিনেত্রী উর্বশী নিজের অপূর্ব সৌন্দর্যের কারণেই অধিক পরিচিত।
তবে আপনিও জানলে খুবি অবাক হবেন কারণ তার মা দেখতে উর্বশী থেকেও বেশি সুন্দরী। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, উর্বশীর মায়ের দিকে তাকালেই তাকে দেখে অভিনেত্রীর মা কম বরং বড় দিদিই মনে হয় বেশি। তাই আজকে, মীরা রাউতেলার(Meera Rautela) কিছু সুন্দর ছবি দেখাবো আপনাদের। তার অপূর্ব সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য। আর মেয়ের মতোই মাও নেট পাড়ায় দুর্দান্ত সক্রিয়।
তবে মীরা রাউতেলাও নিজের স্টাইলিশ ছবি পোস্ট করেই ইন্টারনেটের তাপমাত্রা প্রতিনিয়ত যেনো বাড়িয়েই চলেছেন । আর ঠিক অভিনেত্রী উর্বশীর মতো তার মা মীরা রাউতেলারও অনেক ফ্যান ফলোয়িং রয়েছে। এছাড়া অভিনেত্রী উর্বশীকেও কিন্তু তার মায়ের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় বহুবারই পোস্ট করতে দেখা গিয়েছে। তবে কয়েক বছর আগেই যখন উর্বশী তার মাকে সঙ্গে নিয়ে “দ্য কপিল শর্মা শো”-তেও এসেছিলেন, আর সেখানেই দর্শক তার সৌন্দর্য দেখে মুগ্ধ হতে বাধ্য হয়েছিল।
কপিল শর্মার শোতেই তিনি সকলের অনেক প্রশংসাও কুড়িয়ে ছিলেন। এমনকি সিন্ধু পাজি তো মীরা রাউতেলার(Meera Rautela) জন্য কবিতাও লিখে ফেলেছিলেন। তবে অভিনেত্রী উর্বশী তার মা বলতেই অজ্ঞান। তাই কাজের ফাঁকে কোনো রকম ছুটি পেলেই তিনি মায়ের সঙ্গে সময় কাটিয়ে আসেন। অভিনেত্রী উর্বশীর ভক্তরাও কিন্তু তাকে দেখে হতবাক, তবে তার মায়ের সৌন্দর্যের প্রশংসা করতেও ভোলেনা উর্বশীর অনুরাগীরা। ইন্ডিয়ান থেকে শুরু করে ওয়েস্টার্ন সবেতেই তিনি দুর্দান্ত স্টাইলিশ। তবে এও জানিয়ে রাখি, অভিনেত্রী উর্বশী আসলে উত্তরাখণ্ডের হরিদ্বারের বাসিন্দা, আর উর্বশীর বাবা একজন বড়ো মাপের বিজনেসম্যান। এদিকে অভিনেত্রী উর্বশীর অতি শীঘ্রই একটি বড় বাজেটের তামিল চলচ্চিত্রের কাজ শুরু করতে চলেছেন।