নারী ও সাজগোজের মধ্যে যেন একটা অটুট সম্পর্ক। কারণ সাজতে ভালোবাসেন না এমন নারীর দেখা মেলা খুবি দুর্লভ ব্যাপার। কিন্তু রাশি অনুসারে নারীরা যদি নিজেদের কে সাজিয়ে গুছিয়ে তোলেন, তবেই সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনতে পারে জীবনে।
তাহলে দেখে নেওয়া যাক কোন রাশির নারীদের জন্য কেমন সাজগোজ উপযুক্ত হবে-
মেষরাশি: মেষ রাশির নারীদের জন্য লাল রং এর বস্ত্র অথবা যে কোনো উজ্জ্বল বর্ণের বস্ত্র আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। তবে মাঝে মধ্যেই হেয়ার কাটিং ও ফেসিয়ালের দিকে বিশেষ ভাবে ধ্যান রাখবেন। লিপস্টিক এবং হেয়ার কালার এর ক্ষেত্রে বেশির ভাগি লাল রং ব্যবহার করবেন।
বৃষরাশি: সাধারণত বৃষরাশির নারীরা সুন্দরের পূজারী হয়ে থাকেন, এরা সব কিছুর মধ্যেই সুন্দর্যকে খুঁজে থাকেন। আপনারা গোলাপি রং এর বস্ত্র ও লিপস্টিক ব্যবহার করতে পারেন। আপনাদের ত্বকের বিশেষ যত্ন নিতে হবে, কিন্তু ঘরোয়া ফেসিয়াল আপনাদের পক্ষে খুবই উপযুক্ত যেমন ধরুন দুধ, দই, বেসন, মধু ইত্যাদি ব্যবহার করতে পারেন।
মিথুনরাশি: এই রাশির নারীরা সব সময় নতুনত্ব কিছু খুঁজে থাকেন। আপনাদের ক্ষেত্রে হালকা সবুজ রং এর বস্ত্র খুব ভালো হবে। হেয়ার কালার, লিপস্টিক, ব্লাশার এবং নেলপালিশ হালকা বেগুনি রং এর
ব্যবহার করতে পারেন। তবে আপনারা নিজেদের ত্বকের রং বুঝে ও যেকোনো জিনিস ব্যবহার করার আগে খুবি চিন্তা ভাবনা করে নেবেন।
কর্কটরাশি: বেশিরভাগ ক্ষেত্রেই কর্কট রাশির নারীরা একটু গৃহে থাকতে পছন্দ করেন, আপনারা হালকা নীল ও ধূসর রং এর বস্ত্র পড়তে পারেন। এবং ধূসর, রুপোলি,ও নীল রং এর ব্লেজার ব্যবহার করতে পারেন। তবে এরা একটু হালকা সাজগোজ কোরতে
ভালোবাসেন। কিন্তু আপনারা একটু কিছু দিন পর পর ফেসিয়াল এবং পেডিকিউর করাবেন।
সিংহরাশি: সিংহ রাশির নারীরা যেকোনো উজ্জ্বল রং এর বস্ত্র পরতে পারেন। হেয়ার কালার, লিপিস্টিক,ও নেলপালিশের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এই রং গুলি লাল, কফি, ও গাঢ় বাদামি,। তবে আপনাদের হেয়ার ট্রিটমেন্ট এর প্রয়োজন রয়েছে।
কন্যারাশি: কন্যা রাশির নারীরা ভুরু নিয়মিতভাবে নিয়তাকারে রাখবেন। কিন্তু আপনাদের রূপচর্চার সময়ও ভুরুর দিকে বিশেষ ধ্যান দেবেন। এছাড়াও বাকি সাজুগুজুতেও সামান্য সবুজের ছোঁয়া থাকা প্রয়োজন আছে।
তুলারাশি: তুলা রাশির নারীরা বেশির ভাগি উজ্জ্বল ত্বকের হয়ে থাকেন, তার জন্য এরা খুব বেশি সাজার সামগ্রী ব্যবহার করে থাকেন না। কিন্তু আপনারা দিনের বেলায় বাইরে কোথায়ও ঘুরতে বেরোনোর সময় কম্প্যাক্ট এবং সানসক্রিম ব্যবহার করতে পারেন।
বৃশ্চিকরাশি: বৃশ্চিক রাশির নারীদের জন্য লাল রং এর বস্ত্র শুভ। আপনারা রূপচর্চার সময়ে চোখের উপর বিশেষ ধ্যান রাখবেন। এবং অনেক বেশি করে চোখ হাইলাইট করবেন। হেয়ার কালারের জন্য লাল রং ব্যবহার করতে পারেন।
ধনুরাশি: ধনু রাশির জাতিকাদের মধ্যে ত্বকে অনেক সময় ব্রণ, ও একটু দাগ-ছোপ হোতে পারে। তবে আপনাদের প্রতিদিন নিয়মিত ভাবে ত্বকের যত্ন নেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। এবং রূপচর্চা করার সময় দাগগুলো ঢাকার জন্য কনসিলার ব্যবহার করতে পারেন। যদি লিকুইড ফাউন্ডেশনের জায়গায় ফেস পাউডার ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো হবে।
মকররাশি: মকর রাশির নারীরা নিজেদের পার্সোনালিটি আরো বেশি সুন্দর কোরে ফুটিয়ে তোলার জন্য সমস্ত রকম সাজগোজের মধ্যেই ধূসর, ক্যারামেল, ও হালকা নীলাভ রং আপনারা ব্যবহার করতে পারেন। তবে আপনাদের মাথার কেশ, এবং ত্বকের উপরে যত্ন নেওয়ার একান্ত প্রয়োজন রয়েছে।
কুম্ভরাশি: কুম্ভ রাশির নারীরা রূপচর্চা করার জন্য সমস্ত কিছুর মধ্যেই গোলাপি, গাঢ় বেগুনি,ও নীল রং ব্যবহার করতে পারবেন। আবার আপনাদের হেয়ার কালার অথবা লিপলাইনারের ক্ষেত্রেও এই রকমের কালার গুলো ব্যবহার করতে পারেন।
মীনরাশি: মীন রাশির নারীরা অধিকাংশ সময়ই নিজেদেরকে নানান ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতে পারেন। তবে আপনারা ওয়াটার বেসড ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন, কারণ এটা আপনাদের ত্বককে সুরক্ষিত করে রাখতে সাহায্য করবে।