Sabyasachi Choudhary: এক মাস হয়ে গেল প্রিয় বন্ধু ঐন্দ্রিলাকে হাড়িয়েছেন, নিজেকে কি ভাবে সামলাচ্ছেন সব্যসাচী? কি বললেন অভিনেতা

Sabyasachi Choudhary: দেখতে দেখতে এক মাস হয়ে গেল। ২০ই নভেম্বর চির বিদায় জানিয়ে চলে আছেন সকলের প্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এক মাস পর প্রথমবার মুখ খুললেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Choudhary)। নিজেকে কি ভাবে সামলাচ্ছেন সব্যসাচী? কি বললেন অভিনেতা

শর্মা পরিবার হারিয়েছে আদরের ছোট মেয়েকে। আর, নিজের সবচেয়ে কাছের মানুষকে হারিয়েছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Choudhary)। তবে, ঐন্দ্রিলা না ফেরার দেশে চলে যাওয়ার পর অভিনেত্রীর মা শিখা শর্মা যদিও মেয়ে হারানোর দুঃখ একাধিক বার সকলের সাথে ভাগ করে নিয়েছেন, কিন্তু সব্যসাচী একেবারে চুপ হয়ে গিয়েছিলেন, তিনি একটি বারের জন্যও সকলের সামনে আসেননি। কনও কথাও বলেননি।

Aindrila Sharma

কিন্তু, এক মাস কেটে গেল, এখন কি কিছুটা হলেও নিজেকে সামলাতে পেরেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Choudhary)? একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফে অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে এর আগে মাঝে মধ্যে সব্যসাচীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধই পাওয়া গিয়েছে। কিন্তু, সম্প্রতি মঙ্গলবার ফোনে কথা বলেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Choudhary)। তার মনে, এখনই যে পুরোপুরি নিজের প্রিয় বন্ধুকে হারানোর শোক কাটিয়ে উঠতে পেরেছেন, তা কিন্তু নয়।

আরও পড়ুন,
* Neha Malik: তোয়ালে পরে বাথটাবে এমন পোজ দিলেন ভোজপুরি নায়িকা নেহা মালিক, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ছবি
* Recipe: শীতের দিনে ভাতের থালা সাফ হবে এক তরকারিতে, শিখে নিন দুর্দান্ত স্বাদের ডিম ফুলকপি কষা তৈরির রেসিপি

শান্ত গলায় সব্যসাচী চৌধুরী (Sabyasachi Choudhary)-র উত্তর- “আমি কিছুটা ঠিক আছি।” যদিও এই ঠিক আছি বলার মধ্যে ছিল না কোনও দৃঢ়তা। তবে এরচেয়ে বেশি কিছুই বলতে রাজি নন সব্যসাচী। অভিনেতার কথায়- “আমি এই বিষয়ে সত্যিই কোনও কথা অথবা ইন্টারভিউ দিতে চাই না। ধন্যবাদ।”

এক মাস পরও নিজের প্রিয় মানুষের স্মৃতি নিয়ে নিজের মতো করে জীবন কাটাচ্ছেন সব্যসাচী। তিনি এখনও কাজে ফেরেননি। অন্যদিকে, দিন কয়েক আগে অভিনেত্রীর মা শিখা নিজের ফেসবুকে ঐন্দ্রিলা-সব্যসাচীর একটি ভিডিয়ো সকলের সাথে ভাগ করে নিয়ে লিখেছিলেন- “আমার ঐন্দ্রিলার সব্যসাচী।”

অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Choudhary) যে ঐন্দ্রিলারই, এখন যদিও সেই কথা বলার কনও অবকাশ রাখে না। ‘মিষ্টির’ স্মৃতি আগলে ধরে বেঁচে থাকার চেষ্টায় রয়েছে সব্য এবং শর্মা পরিবারের সকলে।

আরও পড়ুন,
* Aindrila Sharma : বাঁচার অমোঘ চেষ্টা! মৃত ঘোষণার পর‌ আবারও হৃদস্পন্দন! কয়েক সেকেন্ডের জন্য প্রাণ ফিরে এসেছিল ঐন্দ্রিলার
* Recipe: শীতের দিনে ভাতের থালা সাফ হবে এক তরকারিতে, শিখে নিন দুর্দান্ত স্বাদের ডিম ফুলকপি কষা তৈরির রেসিপি