সবার আগে কর্তব্য। সম্প্রতি নিজের কর্তব্যের প্রতি অবিচল থেকে নজির গড়লেন গাজিয়াবাদের এক IAS অফিসার সৌম্যা পান্ডে। মাত্র দিন ১৫ আগেই এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই IAS অফিসার। সদ্যজাত শিশুকে কোলে নিয়েই তিনি ফের কাজে যোগ দিলেন। IAS অফিসারের কাজের প্রতি এই নিষ্ঠা দেখে প্রশংসায় পঞ্চমুখ একাংশ নেটিজেনদের।
আরও পড়ুন,
* ধনকুবের হতে চাইলে সোমবার মানুন শিব পুজোর এই নিয়ম, বাবা মহাদেব সন্তুষ্ট হবেন
গাজিয়াবাদ জেলার একজন নোডাল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছিলেন IAS অফিসার সৌম্যা পান্ডে, তিনি মদিনগর সাব ডিভিশনের ম্যাজিস্ট্রেট। মাত্র দিন ১৫ আগেই তিনি জন্ম দিয়েছেন এক ফুটফুটে কন্যা সন্তানের। দুধের শিশুকে কোলে নিয়েই তিনি আবারও কাজে ফিরলেন। একাংশ নেটিজেনরা তাঁর এই সম্মান জানিয়েছে

সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে IAS অফিসার সৌম্যা পান্ডে বলেছেন – আমি একজন IAS অফিসার এবং আমি আমার দায়িত্ব এবং কর্তব্যে সচেতন। ক’রোনা কারণে আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। বর্তমান সময়ে, জরুরী ভিত্তিতে সামলাতে হচ্ছে অনেক কাজ। ভগবান আমাদের অর্থাৎ মেয়েদের সন্তান জন্ম দেওয়া এবং সন্তানকে লালন পালন করার শক্তি প্রদান করেছেন। গ্রামের সমস্ত মহিলারা সন্তান জন্ম দেওয়ার পর তাঁরা সমস্ত কাজ করে থাকেন। সেকারনে, আমিও ঈশ্বরের আশীর্বাদে মাত্র তিন সপ্তাহ বয়সের মেয়েকে নিয়েই সমস্ত প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারছি।
আরও পড়ুন,
* Skin Care: শীতে ত্বককে রুক্ষতার হাত থেকে বাঁচাতে মেনে চলুন এই নিয়মগুলো
IAS অফিসার সৌম্যা পান্ডে আরও জানিয়েছেন- আমার পরিবার সব সময় আমার পাশে রয়েছে এবং তাদের সমর্থন ছাড়া আমি এটা কখনই করতে পারতাম না। আর সম্পূর্ণ গাজিয়াবাদ জেলা প্রশাসন আমার পাশে রয়েছে। গর্ভবতী অবস্থার সময় এবং সন্তান জন্ম দেওয়ার পরও তারা সকলেই আমাকে সমর্থন করেছেন। জেলাশাসক, আমাকে সাহায্যের জন্য প্রশাসনিক কর্মীরা সব সময় রয়েছেন।
এর পাশাপাশি সমস্ত অন্তঃসত্ত্বা মহিলার উদ্দেশ্যে IAS অফিসার সৌম্যা পান্ডের পরামর্শ, কোভিড পরিস্থিতিতে বাইরে কাজ করার সময় পর্যাপ্ত সর্তকতা গ্রহণ করুন। সব সময় সাবধান থাকুন। কারণ আপনার সঙ্গে জড়িয়ে রয়েছে আপনার সন্তানের ভবিষ্যত।
আরও পড়ুন,
* স্ত্রীকে খুনের দায়ে ৬ বছর হাজতবাস! জামিন পেয়ে ‘মৃত’ বৌকে খুঁজে বের করলেন ‘খুনি’ বর