গরমে ত্বকের জেল্লা ফিরবে ডিমের কেরামতিতেই

গরমে ত্বকের জেল্লা ফিরবে ডিমের কেরামতিতেই

ডিম শরীরের জন্য খুবই পুষ্টিকর এমনকি চুলের নানা সমস্যার সমাধানে ডিমের জুড়ি মেলা ভার। চুলের বিভিন্ন সমস্যায় অনেকে ডিম ব্যবহার করে থাকেন কিন্তু জানেন কি ত্বকের সমস্যাতেও ডিমের ভূমিকা কোন অংশে কম নয়।

ডিমে লুটিন নামক একটি পদার্থ রয়েছে যেটা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে ফলে ত্বকে ডিম ব্যবহার করলে ত্বক কোমল হয়। এছাড়া ডিমে থাকা অ্যালবুমিন তোকে টানটান রাখে। ত্বকের কোন ধরনের সমস্যায় কিভাবে ডিম ব্যবহার করবেন তা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি।

১.সংবেদনশীল ত্বকে ডিমের কার্যকারিতা :-
গরমকালেই ত্বকে চুলকানি,এলার্জি বেশি হয়।এইপ্রকার সমস্যার হাত থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন নামিদামি কোম্পানির ক্রিম ও ফেসওয়াশ ব্যবহার করে থাকেন কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয় না আবার অনেক সময় সাইডএফেক্ট ও হয়। তাই ঘরোয়া পদ্ধতিতে ডিম দিয়ে ফেসপ্যাক তৈরি করে সেটি ব্যবহার করুন ডিমের ফেসপ্যাক ত্বকের জন্য খুবই কার্যকরী।

কাঁচা ডিম ফাটিয়ে ডিমের সাদা অংশের সঙ্গে এক থেকে দেড় চামচ টক দই, এক থেকে দেড় চামচ মধু ও সামান্য শসার রস দিয়ে মিক্স করে মুখে,গলায়,ঘাড়ে,হাতে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি ব্যবহারের ফলে এলার্জি ও চুলকানি থেকে রেহাই পাবেন।

২. তৈলাক্ত ত্বকে ডিমের কার্যকারিতা: –
তৈলাক্ত ত্বকে ব্রণ ও র‍্যাশের সমস্যা বেশি হয়। বিশেষ করে গরমকালে এই সমস্যার মুখোমুখি হতে হয় আমাদের। এই সমস্যার হাত থেকে রেহাই পেতে একটি কাঁচা ডিমের সাদা অংশের সঙ্গে এক থেকে দেড় চামচ মধু ও অর্ধেকটা পাতিলেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে দশ থেকে পনেরো রেখে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের ব্রণ ও র‍্যাসের সমস্যা দূর হবে।

৩.জেল্লাহীন ত্বকে ডিমের কার্যকারিতা:-
এই গরমে অনেকের ত্বকই রুক্ষ শুষ্ক হয়ে যায় ফলে ত্বক জেল্লাহীন হয়ে পরে। এই সমস্যা থেকে সমাধান পেতে কাঁচা ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিয়ে তাতে এক চিমটে হলুদ গুঁড়ো ও দু থেকে তিন চামচ কমলালেবুর রস এক্স করে ত্বকে লাগিয়ে দশ পনেরো মিনিট পরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক নিমেষেই হারানো জেল্লা ফিরে পাবে।