Jalebi Bai Web Series: উল্লুর এই সিরিজের নায়িকাকে দেখলে রাতের ঘুম উড়তে বাধ্য, নেট দুনিয়ায় ভাইরাল জালেবি বাই’-এর ছবি
বর্তমান যুগে হাজারও ব্যস্ততার মাঝে মানুষের হাতে সময় কিন্তু খুবই কম। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সময় সেভাবে থাকে না সাধারণ মানুষের কাছে। আর সেই কারনেই বর্তমান প্রজন্ম কিন্তু ক্রমাগত ঝুঁকছে ওয়েব সিরিজ(Web Series)-এর দিকে। নিজের বাড়িতে বসে অবসরে আরাম করে নিজেদের ফোনে কিংবা টিভির পর্দায় সিনেমা অথবা পছন্দের ওয়েব সিরিজ দেখতেই বেশ পছন্দ করছেন তারা।
আর বলাই বাহুল্য, লকডাউনের পর থেকে এই মুহূর্তে দাড়িয়ে ওবেব প্ল্যাটফর্মগুলির দর্শক সংখ্যা বেড়ে গিয়েছে বহু কগুণ। যার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে একাধিক বোল্ড ওয়েব সিরিজ(Web Series) গুলি। যেখানে দর্শকদের মন রাখতে ওয়েব প্ল্যাটফর্মগুলিও একের পর এক বোল্ড ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে। আর সেইসমস্ত প্লাটফর্মগুলির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ‘উল্লু(Ullu)’। সম্প্রতি, সেই প্ল্যাটফর্মেরই একটি সিরিজের বেশ কিছু বোল্ড দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই ফের সোশ্যাল মিডিয়ায় চর্চিত ‘জালেবি বাই’।
উল্লু(Ullu)-র অন্যতম জনপ্রিয় একটি ওয়েব সিরিজ হল ‘জালেবি বাই’। এর ৩’টি সিরিজই কিন্তু ব্যপক জনপ্রিয় বর্তমান দর্শকদের কাছে। আর এই জনপ্রিয় সিরিজের অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ঋদ্ধিমা তিওয়ারিকে। দর্শকমহলে পর্দার একজন সাহসী অভিনেত্রী হিসেবেই ব্যপক পরিচিতি রয়েছে তার। বোল্ড জালেবি বাই’য়ের চরিত্রে তার অভিনয় রীতিমতো রাতের ঘুম কেরে নিয়েছে দর্শকদের। ভুলেও এই সিরিজের কোনো দৃশ্য নিজের পরিবারের সদস্যদের সামনে চালু করবেন না, নইলে নিঘ্যাত লজ্জায় পরবেন।
আরও পড়ুন,
* Web Series: কবিতা ভাবির ওয়েব সিরিজ ভুল করেও কারো সামনে দেখবেন না, এমন দৃশ্য রয়েছে ভিডিওতে
* Web Series: লজ্জার সমস্ত সীমা অতিক্রম করলেন আঙ্গুরী ভাবি, সবচেয়ে সাহসী দৃশ্য দেখিয়েছেন এই ওয়েব সিরিজে
এই ওয়েব সিরিজ(Web Series)-এর গল্প অনুযায়ী, সিরিজে ঋদ্ধিমা তিওয়ারি একজন লোভী মহিলা যিনি কিনা শুধু মাত্র টাকার জন্য যে কোন সীমা অতিক্রম করতে পারেন। আর সে ক্ষেত্রে টাকার জন্য পর্দায় যে কোনো কারোর সঙ্গে জালেবি ভাবিকে শারীরিক সম্পর্ক করতে দেখা গিয়েছে। দেওর থেকে শুরু করে শ্বশুর, জামাইবাবু প্রায় সকলের সঙ্গেই শারীরিক সম্পর্কে করেছেন সিরিজের পর্দায়। উল্লেখযোগ্য বিষয় হল, এই ওয়েব সিরিজে(Web Series) অভিনেত্রীকে একাধিক দৃশ্যে প্রয়োজনের থেকে অনেক বেশি বোল্ড হতে দেখা গিয়েছে।
আর সেইসমস্ত দৃশ্য দেখলে রাতের ঘুম উড়বে কামুক ভক্তদের। আর এই মুহূর্তে সেই সমস্ত দৃশ্যের কিছু ঝলক ভাইরাল হয়েছে নেট দুনিয়ার পাতায়। আর তারই সূত্র ধরে আপাতত চর্চার আলয় রয়েছেন পর্দার জালেবি ভাবি অর্থাৎ অভিনেত্রী ঋদ্ধিমা তিওয়ারি।
আরও পড়ুন,
* Web Series: বোল্ড দৃশ্যে ভরা কবিতা ভাবীর ওয়েব সিরিজকেও টেক্কা দেবে গীতশ্রী শিলের ‘টিউশন টিচার’, ঘরের দরজা বন্ধ করে দেখুন
* Dunali Web Series: ‘দুনালি’ ওয়েব সিরিজে এমন দৃশ্যে অভিনয় করেছেন প্রেরণা সিং, দেখলে রাতের ঘুম উরবে