ফের ভাইরাল পৃথিবীর ‘ক্ষুদ্রতম নারী’, ‘লাল দুপাট্টা’ গানে দুর্দান্ত নাচলেন জ্যোতি

ফের ভাইরাল পৃথিবীর ‘ক্ষুদ্রতম নারী’, ‘লাল দুপাট্টা’ গানে দুর্দান্ত নাচলেন জ্যোতি

পুরো পৃথিবীর মধ্যে জ‍্যোতি আমগে সবথেকে কম উচ্চতার নারী। সোশ্যাল মিডিয়ায় তার অনেক নামডাক রয়েছে। তিনি কয়েকটি সিনেমাতে অভিনেত্রী হয়ে কাজও করেছেন। শুধুমাত্র তার অভিনয়ের জন‍্যেই না তার অভিনয় জগতের বাইরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিল ভিডিও মাধ্যমে তার পরিচিতি বেশি।

ইদানিংকালে জ্যোতি আমগে তার সোশ্যাল মিডিয়া সাইটে একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে “লাল দোপাট্টা” এই বিখ্যাত গানটি ছিল।

গানের সাথে তার পোশাকের ও মিল ছিল। গানের যেমন বলা আছে লাল দোপাট্টা তেমনি তিনিও লাল দোপাট্টা পড়ে ছিলেন। শুধুমাত্র লাল দোপাট্টা ই নয়। তিনি লাল টপ পড়েছিলেন সঙ্গে ছিল ব্ল্যাক ট্রাউজার।

এমনকি ঠোটে লাগানো লিপস্টিক টাও ছিল লাল সঙ্গে ছিল খোলা চুল এক কথায় ভিডিওটি ছিল পুরো লালে লাল। সঙ্গে ভিডিওটাতে তাকে এক অপরূপ সুন্দরী লাগছিল। তার এই রিল ভিডিও তে তিনি ক্যাপশনে লিখেছিলেন‘একরাশ খুশি’।

তার ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছিল তিনি কতটা খুশিতে আছেন। সম্প্রতি কিছুদিন আগেই জ‍্যোতির আরেকটি ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। ভিডিওটিতে দেখা গেছে জ্যোতির মা তাকে কোলে তুলে নিয়েছে।

খুব সুন্দর লাগছিল তাদের এই মিষ্টি মুহূর্ত দেখতে। সেদিন জ্যোতি সবুজ রঙের একটি ড্রেস পড়েছিল তারি সঙ্গে পড়েছিল ব্রেসলেট,আংটি,কানের দুল ও নেকলেস। অনুগামীরা জ্যোতির অনেক সুনাম করছিলেন।