বলিউডে বর্তমানে বেশ ভালোরকম নিজের কেরিয়ার প্রতিষ্ঠা করলেও তার জন্ম ও ছোটোবেলা কেটেছে ভারতের বাইরেই। তিনি হলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। বর্তমানে তিনি বলিউডে বেশ জনপ্রিয়। একের পর এক বেশ কিছু ছবিতে বলিউডের প্রথম সারির নায়কদের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
তবে ক্যাটরিনা ভারতে তার পেশাদার জীবন শুরু করলেও তার জন্ম হয় হংকং-এ। ক্যাটরিনার বাবা হলেন ভারতীয় মুসলিম এবং মা ব্রিটিশ। গত ১৬ই জুলাই ৩৮ বছরে পদার্পণ করলেন সুন্দরী অভিনেত্রী। বয়স ক্রমশ বাড়লেও তিনি এখনও অবিবাহিত এবং চার্মিং প্রথম দিনের মতই।
এখনও তিনি অনেক পুরুষের রাত ঘুম উড়াতে পারেন তার লুকে। ক্যাটরিনার বাবা মোহাম্মদ কাইফ একজন ভারতীয় হয়েও তিনি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন। কিন্তু তার বিবাহিত জীবন সুখের ছিল না। এরপর ক্যাটরিনার বাবা ও মায়ের বিবাহবিচ্ছেদ হওয়ার পর তারা জাপান থেকে ফ্রান্সে যান।
এরপর ইউরোপের একাধিক দেশে যাযাবর জীবন যাপন করেন তারা। ক্যাটরিনা তার মায়ের সঙ্গেই থাকতেন। তার মা ছিলেন একটি এনজিও সংস্থার প্রধান। ১৪ বছর বয়সে ক্যাটরিনা প্রথম মডেলিং শুরু করেন। লন্ডনে তিনি মডেলিং কেরিয়ার চালিয়ে যান। লন্ডনে সেইসময় ক্যাটরিনার পরিচয় ঘটে কাঈজাদ গুস্তাদের সঙ্গে। এরপর তিনি তার হাত ধরেই ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির পথে পাড়ি দেন।
তার হিন্দি ভাষায় দক্ষতা না থাকার কারণে পরিচালকেরা তাকে ছবিতে অভিনয় করাতে দ্বিধাবোধ করেন। তবে ২০০৩ সালে প্রথম ‘বুম’ ছবির মধ্যে দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেন ক্যাটরিনা। এরপর একে একে সুযোগ আসতে থাকে তার। সালমান খান, অক্ষয় কুমার, হৃত্বিক রোশন সহ একাধিক বলিউড তারকার সঙ্গে স্ক্রীণ শেয়ার করেছেন এই অভিনেত্রী। আর সম্প্রতি অভিনেত্রী সাত পাকে বাঁধা পরেছেন Vicky Kaushal এর সঙ্গে।