Manipur: এ বার বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা(Argentina)। সেই উল্লাসে মেতে নীল সাদা শিবির। উল্লাসের মাঝেই ভয়াবহ ঘটনা ঘটে গেল মণিপুরে। আর্জেন্তিনা(Argentina) জেতার পর আনন্দে মেতে ছিলেন স্থানীয়রা। আর, সেই আনন্দের মুহূর্তে ছুটে এল গুলি। গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যু হল এক মহিলার (বয়স ৫০ বছর)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তখন রাত ১১টা ৫০, টিনের ঘরের মধ্যে পরিবারের লোকজন টিভিতে খেলা দেখছিলেন। আর সেই সময় বাইরে এই ঘটনা। মৃতের স্বামীর দাবি করেছেন, বাড়ির সামনেই বাজি ফাটার মতই আওয়াজ পাচ্ছিলাম। সেই সময় আচমকা শুনতে পাই গুলির আওয়াজ। টায়ারের দোকান রয়েছে ওই ব্যক্তির। তিনি দাবি করেন, সকলেই উল্লাস করছিল আর্জেন্তিনা জেতার আনন্দে। আর, উল্লাসের সময়ই আচমকা গুলির শব্দ শোনা যায়।
আরও পড়ুন,
* Angry Girlfriend or Boyfriend: জীবন সঙ্গীর রাগের দাপটে ভয়ে ভয়ে থাকেন? এই উপায়ে ঠান্ডা হবেন তিনি, গোড়ে উঠবে সুসম্পর্ক
* Namrata Shirodkar: মহেশ বাবুকে বিয়ের পর অভিনয়কে বিদায় জানিয়েছেন নম্রতা, এত বছর পর কারন জানালেন অভিনেত্রী
এই ঘটনার পরই ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এর পর বাড়ির লোকজন এটা বুঝতে পারেন যে, গুলি করা হয়েছে তাকে।গুলি লেগেছিল তার পিঠের বাঁদিকে। এমনকি তার বাড়ির দেওয়ালেও দুটি গুলির চিহ্ন দেখা গিয়েছে। এর পর ওই মহিলার দেহ পাঠানো হয়েছে ইম্ফলের জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অফ মেডিক্য়াল সায়েন্সে। সেখানেই ওই মহিলার দেহ ময়নাতদন্ত করা হয়েছে।
অন্য দিকে ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসি। সোমবার ঘটনার প্রতিবাদে তারা জয়েন্ট অ্যাকশন কমিটি তৈরি করেছেন। স্থানীয় এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচিও পালন করেন তাঁরা। তাদের সকলের দাবি, এই ঘটনার সাথে যে বা যারা জড়়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই হবে।
মণিপুর পুলিশ এনিয়ে ইতিমধ্যেই মামলা রুজু করেছে। তদন্ত শুরু হয়েছে গোটা ঘটনার, জানিয়েছে মণিপুর পুলিশ। কিন্তু, ওই মহিলাকে কেন গুলি করা হল তা এখনও যানা যায়নি।
আরও পড়ুন,
* Namrata Malla: ঘাগরা পরে ভোজপুরি গানের তালে নম্রতার সাহসী নাচ, দেখে নিয়ন্ত্রণহীন অনুরাগিরা
* Reshmi Desai: অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রেড কার্পেটে রশ্মি দেশাই, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই ট্রলের বন্য, এই কারনে