Mithila: মিথিলার উন্মুক্ত স্তনের নেশায় বুঁদ সাইবারবাসীরা, ভাইরাল সাহসী ছবি

মিথিলার উন্মুক্ত স্তনের নেশায় বুঁদ সাইবারবাসীরা, ভাইরাল সাহসী ছবি

টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির (Srijit Mukherjee) স্ত্রী হওয়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের বিনোদন জগতে একটি খুব পরিচিত নাম হয়ে উঠেছে রাফিয়াত রাশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। সৃজিত বাংলার একজন নাম করা পরিচালক। তাই তার ঘরনী হওয়ায় পশ্চিমবঙ্গেও পরিচিতি পেতে বেশি সময় লাগেনি মিথিলার। মিথিলা বাংলাদেশের একজন নামকরা অভিনেত্রী। তাকে নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চা তুঙ্গে।

আরও পড়ুন,
* Skin Care Tips: প্রচন্ড গরমে ত্বক ফর্সা রাখতে কাঁচা দুধের ৫টি দারুন ফেসিয়াল
* VASTU TIPS: বাস্তুদোষ থেকে রেহাই পেতে ঝাড়ু কেনা ও ব্যাবহারের সময় এই দিকে বিশেষ নজর দিন

তবে সেইসব কিছুকে পরোয়া করেন না মিথিলা। মিথিলা অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন মডেল, গায়িকা, সঞ্চালক, লেখক এবং সমাজকর্মী। মিথিলার লেখা শর্ট ফিল্ম সবক্ষেত্রেই সমাদৃত হয়েছিল। এহেন মিথিলা ও সৃজিত বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের নিয়ে কম বিতর্ক হয়নি সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেগুলিকে দম্পতি গুরুত্ব দেননি। এতদিন মিথিলা নিজেকে যেভাবে ক্যামেরার সামনে হাজির করতেন এবার যেনো একেবারে অন্য লুকে নিজেকে ধরা দিলেন।

চেনা ছক থেকে বেরিয়ে একেবারে অন্য লুকে ক্যামেরায় নিজেকে ধরা দিলেন তিনি। আলো আধার যেনো তার শরীরে খেলা করছে। আর দেহে একটি শাড়ির আস্তরণ যার ফলে একেবারেই অন্য লুকে ধরা দিয়েছেন তিনি। তার এই লুক নজর কেড়েছে নেট মাধ্যমে।

এরকম হট ফটোশ্যুটে তাকে আগে দেখা যায়নি তাই এই ছবি খুব সহজেই ভাইরাল হয়ে গিয়েছে। তার পোস্টে পজিটিভ ও নেগেটিভ দুই রকম প্রতিক্রিয়াই মিলেছে। তবে নেতিবাচক মন্তব্যগুলি গুরুত্ব দেননি অভিনেত্রী। অভিনেত্রী তার ছবির সঙ্গে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতার কিছু অংশ তুলে ধরেছেন তিনি।

আরও পড়ুন,
* অন ক্যামেরার সামনে Oops Moment-এর শিকার কাজল, ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল ভিডিও
* পরনে ঘরোয়া পোশাক, ‘মানিকে মাগে হিঠে’ গানে মা-ছেলের যুগলবন্দী ভাইরাল