Namrata Malla: গ্ল্যামার ওয়ার্ল্ডের তারকারা সর্বদাই তাদের অনুরাগিদের নজরেই থাকেন। তারকারা প্রফেশনাল লাইফ ছাড়াও ব্যক্তিগত জীবনে কবে কেমন দিন কাটাচ্ছেন সেই সমস্ত সব খবরই অনুরাগীদের কাছে থাকে।
এই সোশ্যাল মিডিয়ার যুগে তারকারাও নিজেদের দৈনন্দিন জীবনযাপন ও কর্মকাণ্ডের নানা মুহূর্তের ছবি ও ভিডিও ভাগ করে নেন অনুরাগীদের সাথে। ব্যাতিক্রম নন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী নম্রতা মাল্লা(Namrata Malla)। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন এই অভিনেত্রী। মাঝে মধ্যেই লাস্যময়ী পোজে ফটোশুট অথবা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।

আজকালকার দিনে বলিউড ইন্ড্রাস্টির তারকাদের পাশাপাশি ভোজপুরি তারকারাও দর্শকদ মহলে বেশ পরিচিতি পাচ্ছেন। আর এই ভোজপুরি ইন্ডাস্ট্রির একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন নম্রতা মাল্লা। একাধিক সিনেমাতে তিনি সাহসী দৃশ্যে অভিনয় করে বহু অনুরাগির মন জয় করে নিয়েছেন। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পীও বটে।
আরও পড়ুন,
* Skin Care: শীতে ত্বককে রুক্ষতার হাত থেকে বাঁচাতে মেনে চলুন এই নিয়মগুলো
* দুধের সাথে মৌরি খেলে জ্বলবে দিমাগ কি বাত্তি, উধাও হবে একাধিক রোগ ব্যাধি
আর তাইতো তিনি প্রায়ই তার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নাচের ভিডিও পোস্ট করেন। যার মধ্যে বেশিরভাগ পোস্ট দেখে লজ্জায় পরে যেতে পারেন আপনিও। খোলামেলা পোশাকে হটবোম্ব অভিনেত্রী নম্রতা মাল্লা(Namrata Malla)কে দেখলে রাতের ঘুম উড়বে আপনারও। সম্প্রতি এই অভিনেত্রী একটি রিল ভিডিও পোস্ট করেছেন যা দেখে নিয়ন্ত্রণহীন হয়েছেন একাংশ নেটিজেনরা।
View this post on Instagram
জনপ্রিয় ‘লাল ঘাগড়া’ গানে দুর্দান্ত নাচ করেছেন। পাশাপাশি ইনটেন্স লুকে সকলের রাতের ঘুম কেড়ে নিলেন অভিনেত্রী। ভিডিও পোস্ট করার মুহূর্তের মধ্যে তা ব্যাপক ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে। ভিডিওটিতে হাজার হাজার অনুরাগিরা ভালবাসায় ভরিয়ে দিচ্ছে।
আরও পড়ুন,
* ৭০০ পাউন্ড ওজন ছিল, দু’শো কেজির বেশি ওজন ঝরিয়ে এখন ঝরঝরে তরুণী, এত ওজন কমলো কী ভাবে?
* বৃহস্পতিবার হলুদ দিয়ে এই টোটকা করলে ‘মা লক্ষ্মী’ ধরা দেবেন আপনার গৃহে