Namrata Shirodkar: নয়ের দশকের শষের দিকে বড় পর্দায় অভিষেক। মত্র অল্প কয়েকটি ছবি করেই প্রচারের আলোয় চলে আসেন অভিনেত্রী নম্রতা শিরোদকর (Namrata Shirodkar)। আর শুধু অভিনয় নয়, নম্রতা শিরোদকর(Namrata Shirodkar)-এর মডেলিং কেরিয়ারও কিন্তু কম ঈর্ষণীয় নয়। ১৯৯৩ সালে বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন নম্রতা। ‘দিল ভিল পেয়ার ভেয়ার’, ‘কচ্চে ধাগে’, ‘বাস্তব’ ও ‘পুকার’-এর মতো সিনেমাতে তাঁকে দেখা গিয়েছিল।
বেশ চলছিল। কিন্তু, আচমকা ২০০৫ সালে দক্ষিণী ছবির সুপারস্টার মহেশ বাবু (Mahesh Babu)কে বিয়ে করেন অভিনেত্রী নম্রতা। আর তারপরই তিনি অভিনয় জগতকে বিদায় জানিয়েছেন। একাধিক বার নম্রতার কাছে ঘুরে ফিরে একটাই প্রশ্ন এসেছে । কি কারনে অভিনয় জগত থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন নম্রতা শিরোদকর(Namrata Shirodkar)? এত বছর পর সম্প্রতি মুখ খুললেন নম্রতা।
এই মুহূর্তে দারিয়ে দুই ছেলে মেয়ে আর স্বামীকে নিয়ে বেশ সুখে সংসার করছেন অভিনেত্রী নম্রতা শিরোদকর(Namrata Shirodkar)। কিন্তু তিনি যদি নিজের কেরিয়ার নিয়ে আরেএকটু সিরিয়াস হতেন তবে আজ হয়তো অন্য মানুষ হতেন। খানিকটা আক্ষেপের সুরেই জানালেন অভিনেত্রী নম্রতা শিরোদকর। তবে দাম্পত্য জীবনে বেজায় খুশি তিনি। নম্রতা শিরোদকর(Namrata Shirodkar)-এর কথায়, “আমি জীবনে কোনও কিছুই খুব যে পরিকল্পনা করে কিছু করেছি তেমনটা একদমই নয়। যাই হয়েছে তা খুব স্বাভাবিক ভাবেই হয়েছে। জীবনে যে সিদ্ধান্তগুলি নিয়েছি তাতে আমি খুশি।”

আরও পড়ুন,
* Namrata Malla: ঘাগরা পরে ভোজপুরি গানের তালে নম্রতার সাহসী নাচ, দেখে নিয়ন্ত্রণহীন অনুরাগিরা
* Angry Girlfriend or Boyfriend: জীবন সঙ্গীর রাগের দাপটে ভয়ে ভয়ে থাকেন? এই উপায়ে ঠান্ডা হবেন তিনি, গোড়ে উঠবে সুসম্পর্ক
কিন্তু, অল্প সময়েই অভিনয়কে কেন বিদায় জানিয়েছেন?
সেই প্রসঙ্গে অভিনেত্রী নম্রতা শিরোদকর(Namrata Shirodkar) বলেছেন, আমি ভীষণ অলস প্রকৃতির। যে সময় মডেলিং করে ক্লান্ত হয়ে পরেছিলাম সেই সময় আমি পেশা হিসেবে বেছে নিই অভিনয়কে। কাজটা ভালবেসেই করছিলাম। তখনই মহেশের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। তবে কোনও রকম কনও অভিযোগ না রেখেই বলছি, সে সময় যদি কাজটাকে আর একটু গুরুত্ব দিতাম তবে আজ জীবনটা হয়তো অন্যরকম হত।

অভিনেত্রী নম্রতা শিরোদকর(Namrata Shirodkar) আরও জানিয়েছেন, তিনি এবং তাঁর দিদি শিল্পার পরিবারের তরফে সহযোগিতা পেয়েছেন কিন্তু সেটা সীমিত। এ প্রসঙ্গে অভিনেত্রী নম্রতা শিরোদকরের কথায়- “আমার পরিবার উদারমনস্ক হওয়া সত্ত্বেও চাইত যেন আমরা কোনও কিছুই অতিরিক্ত না করি। জীবনে যা-ই করি না কেন, তাতেই যেন খুশি থাকি। তাই জীবনে কোনও আক্ষেপ নেই আমার।”
আরও পড়ুন,
* Web Series: বোল্ড দৃশ্যে ভরপুর, এই ওয়েব সিরিজটি যেটি দেখার জন্য উল্লু প্ল্যাটফর্মে কামুক নেটিজেনদের ভিড়
* Anjali Arora: এমএমএস ফাঁসের পরও থামতে নারজ অঞ্জলী আরোরা, এমন সাহসী ভিডিও পোস্ট করলেন