Neha Malik: তোয়ালে পরে বাথটাবে এমন পোজ দিলেন ভোজপুরি নায়িকা নেহা মালিক, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ছবি

Neha Malik: নেহা মালিক (Neha Malik) বর্তমান প্রজন্মের বিনোদন প্রেমীদের কাছে বেশ ভালোই পরিচিত একটি মুখ। ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে অরম্ভ করে পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতেও নেহার বেশ ভালোই পরিচিতি আছে। ভোজপুরি ছবিতে কাজ করার পাশাপাশি তার দেখা মেলে একাধিক পাঞ্জাবি মিউজিক ভিডিওতেও। পাশাপাশি মডেলিংয়ের সঙ্গেও যুক্ত তিনি নেহা মালিক (Neha Malik)।

Neha Malik
Neha Malik, প্রতীকী ছবি

মাঝে মধ্যেই নেটিজেনদের মাঝে চর্চিত হতে দেখা যায় নেহা মালিক (Neha Malik)-কে। সম্প্রতি, ফের নিজের বোল্ড লুকের সূত্র ধরে চর্চার আলোয় জনপ্রিয় অভিনেত্রী নেহা। বর্তমান যুগের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ার পাতায় তার অনুরাগীর সংখ্যাও নেহাতই কম নয়। তার ইনস্টাগ্রামের পাতায় উকি দিলেই তা স্পষ্ট দেখা যায়। প্রায়ই নিজের একাধিক মুহূর্তের ছবি ও ভিডিও অনুরাগিদের সঙ্গে শেয়ার করে নেন নেহা। নিজের ভক্তদেরকে তিনি কখনোই নিরাশ করেন না।

আরও পড়ুন,
* Recipe: শীতের দিনে ভাতের থালা সাফ হবে এক তরকারিতে, শিখে নিন দুর্দান্ত স্বাদের ডিম ফুলকপি কষা তৈরির রেসিপি
* Manipur: আর্জেন্তিনার জয়ের উল্লাসের মাঝেই ছুটে এল গুলি, প্রান হারালেন মহিলা

অভিনেত্রী নেহা মালিক (Neha Malik) সর্বদাই চেস্টা করেণ তাদের সাথে যুক্ত থাকার। সম্প্রতি, অভিনেত্রী নেহা তোয়ালে পরেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন, যা নিঃসন্দেহে উষ্ণতা ছড়িয়েছে কামুক নেটিজেন দের মাঝে। সম্প্রতি, ভোজপুরি অভিনেত্রী নেহা মালিক (Neha Malik) অংশ নিয়েছিলেন একটি সাহসী ফটোশুটে।

সেই সাহসী ফটোশুটের ঝলক সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন নেহা মালিক (Neha Malik)। ছবিতে দেখা যাচ্ছে, একটি সাজানো-গোছানো স্নানঘরে বাথটবের মধ্যে শরীরে তোয়ালে জরানো অবস্থায় রয়েছেন তিনি। নুড মেকাপে অভিনেত্রীর বক্ষভাঁজ ছিল উন্মুক্ত। খোলা চুলে নেহার চোখেও ছিল বেশ মানানসই মেকাপ। পাশাপাশি তার কানে ছিল সাদা দুল।

Neha Malik
Neha Malik, প্রতীকী ছবি

বলাই বাহুল্য, এই ছবিতে নেহার চোখের মোহময়ী দৃষ্টি বিদ্ধ করেছে অভিনেত্রীর অগণিত ভক্তদের। চোখ ধাঁধিয়েছে অধিকাংশ কামুক নেটজনতারও। তবে এই প্রসঙ্গে বলে রাখি, এই অভিনেত্রী ক্যামেরার পাশাপাশি বাস্তব জীবনেও কিন্তু বেশ মর্ডান এবং সাহসী, যদিও তা আলাদাভাবে বলার কনও অপেক্ষা রাখে না। কারন, নেহার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার ভুরি ভুরি প্রমান মেলে।

আরও পড়ুন,
* Namrata Shirodkar: মহেশ বাবুকে বিয়ের পর অভিনয়কে বিদায় জানিয়েছেন নম্রতা, এত বছর পর কারন জানালেন অভিনেত্রী
* Angry Girlfriend or Boyfriend: জীবন সঙ্গীর রাগের দাপটে ভয়ে ভয়ে থাকেন? এই উপায়ে ঠান্ডা হবেন তিনি, গোড়ে উঠবে সুসম্পর্ক