জনপ্রিয় একটি গানে স্ত্রী আম্রপালীর সঙ্গে দীর্ঘ লিপলক করলেন নিরহুয়া, রইলো সেই রোম্যান্টিক ভিডিও

ভোজপুরি জিগারওয়ালার সিনেমা জনপ্রিয় গানে আম্রপালীর সঙ্গে নিরহুয়া দীর্ঘ লিপলক

বলাই বাহুল্য বর্তমান সময়ে ভারতীয় দর্শকদের মধ্যে ভোজপুরী গানে ক্রেজ প্রায়দিন বৃদ্ধি পাচ্ছে। বলিউডের পাশাপাশি এখনকার দিনে মাঝে মাঝে মধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেটাই উন্নতি হয়েছে ভোজপুরি ফ্লিম জগতে। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও অথবা ডায়লগ মাঝে মাঝেই সুপারহিট হয়ে পরে গোটা নেট দুনিয়াতে। বিশেষ করে তো ইউটিউবের ট্রেন্ডিং এর তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান অথবা নানান ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি কুইন অভিনেত্রী আম্রপালি দুবের নাম অবশ্যই শুনেছেন।

আপনি যদি ইউটিউবে কম-বেশি ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন তবে অবশ্যই আম্রপালি দুবের নামটা জানা আছে। অনেকের তো ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই সুন্দরী অভিনেত্রী আম্রপালির জন্য। অভিনেত্রী আম্রপালির মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ কামুক নেটবাসী। এমন অনেকেই আছেন যারা কিনা অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল হয়ে থাকেন। তাই তো এই অভিনেত্রীর কোন মিউজিক ভিডিও রিলিজ হলে তা সুপারহিট হতে বাধ্য। নিজের ক্যারিয়ারে অভিনেত্রী আম্রপালি দুবে বেশিরভাগ কাজ করেছেন ভোজপুরি ইন্ড্রাস্ট্রির জনপ্রিয় অভিনেতা নিরহুয়ার সঙ্গে। অনস্ক্রিন অথবা রিয়েল ওয়ার্ল্ড সবেতেই এই দুই তারকার কেমিস্ট্রি কিন্তু দারুন মজবুত।

তাঁরা সবসময় একসঙ্গে থাকেন। ভোজপুরী ফ্যানেদেরও এই তারকা জুটির মজবুত কেমিস্ট্রি খুবই পছন্দ হয়। এই জনপ্রিয় গানের মিউজিক ডিরেক্টর অত্যন্ত জনপ্রিয় রাজেশ রাজনীশ জুটি। রোমান্টিক ভিডিওর তালিকায় অন্যতম আম্রপালি নিরাহুয়া জুটি, ‘তু হি বাড্ডা জান কারেজাও’ গানটি ভোজপুরি জিগারওয়ালা সিনেমার একটি মিউজিক ভিডিও। এই জনপ্রিয় গানের কথা লিখেছেন পেয়ারা লাল যাদব। এছাড়া এই জনপ্রিয় গানটি গেয়েছেন খুশবু এবং রাজনিশ।

এই গানে পিঙ্ক আর হলুদ শাড়িতে ব্যাপক সুন্দরী লাগছিল সুন্দরী অভিনেত্রী আম্ভ্রপালি দুবেকে। নিরাহুয়ার সঙ্গে তাঁর দীর্ঘ লিপলক দেখে রীতীমত রাতের ঘুম উড়েছে নেটিজেনদের। এই ভিডিও হু হু করে ভাইরাল হয়ে গেছে ইন্টারনেট দুনিয়ায়।