কন্ডোমের অভাবে আঠা! মিলনের মুহূর্তে অঘটন ঘটিয়ে মৃত্যু যুবকের

সুরক্ষিত ভাবে যৌনমিলনের জন্য সাধারণত কন্ডোম ব্যবহার করা হয়, তা কমবেশি সকলেই ব্যাপারটা জানেন।

তবে এবার কন্ডোম না পেয়ে তার বদলে মিলনের সময় আঠা ব্যবহার করে মারা গেলেন এক যুবক। শুনতে বেশ অদ্ভুত লাগলেও সম্প্রতি এমনি ঘটনা ঘটেছে গুজরাটের আহমেদাবাদে।

এই ঘটনার তদন্ত শুরু হলে জানা গিয়েছে সলমন মির্জা নামের এক ব্যক্তি বান্ধবীকে নিয়ে এক হোটেলে গিয়েছিলেন। আর দু’জনেই বেশ আসক্ত ছিলেন বিভিন্ন প্রকার মাদক দ্রব্যের প্রতি।

আর সেইমত হোটেলে পৌঁছেও তারা মাদক নিতে শুরু করেন। তারপর দু’জনে যৌনমিলনে লিপ্ত হতে গিয়ে দেখেন যে তাদের কাছে কোনো কন্ডোম-ই নেই।

তাই নিরোধক হিসেবে ব্যবহার করেছেন কাছে থাকা আঠা। বছর ২৫ এর ওই যুবক আঠা দিয়ে বন্ধ করেন তার যৌনাঙ্গের মুখ।

আর এই বিষয়ে পুলিশ জানিয়েছেন যে, নেশার কারণেই ওই আঠা ব্যবহার করতেন ঐ ব্যক্তি। আর এরপরই যৌনসম্পর্কে মিলিত হন তারা। এর ফল সরূপ পরের দিনই অসুস্থ হয়ে পড়েন তিনি।

সূত্র অনুযায়ী জানা গেছে ঘটনার পরের দিনই তাকে রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। তারপর তাকে বাড়িতে নিয়ে যায় সে ব্যক্তি।

তবে ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটতে থাকলে সলমনকে এক স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তবে সেখানেই তার মৃত্যু হয়। সলমনের মৃত্যুর পরই তার এক আত্মীয়া অভিযোগ দায়ের করেছে পুলিশের কাছে।

আর তারপরই তদন্ত শুরু করলে পুলিশ অনুমান করেন যে যৌনাঙ্গের মুখ আঠা দিয়ে বন্ধ করার কারণেই মৃত্যু হয়েছে ওই যুবকের।

যদিও ঘটনার পর তার বান্ধবীর কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। তবে আপাতত আসল ঘটনা জানার জন্যই ওই তরুণীর খোঁজ চালাচ্ছে পুলিশ।