টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা টেলিভিশনের নামকরা মুখ সঙ্ঘশ্রী সিংহ(Sanghasri Sinha)। যাকে দেখা গিয়েছে ‘কী করে তোকে বলবো’, ‘লে ছক্কা’ সিনেমায়। এছাড়াও বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘হাওয়া হাওয়াই’ গানে নেচে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যা দেখামাত্র তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন অনুগামীরা।
যা দেখে উচ্ছ্বসিত হয়েছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, “মোটা মেয়েরা নাচলে অনেক খারাপ কথা বলা হয়। কিন্তু আমাকে এতো ভালো বলছে দেখে খুবই আনন্দ হচ্ছে।” এমনকি তার এই ভিডিও দেখে প্রশংসা করেছেন আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাকেও শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করেন অনেকে। সেই বিষয়টি নিয়েও মুখ খুলেছেন সঙ্ঘশ্রী।
এই বিষয়ে তিনি বলেন, “শ্রীলেখাদি খুবই ভালো একজন মানুষ। পড়াশোনা জানে। ওনার সাথে কথা বললে ভালো লাগে। জানি না কেন ওকে এতো খারাপ ভাষায় আক্রমণ করলো রিমঝিমদি।” আসলে বহু বছর আগের একটি ঘটনা মনে পড়ে গিয়েছিল তার। যখন একটি পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানে নাকি তার জামা ও ওজন নিয়ে কুকথা বলেছিলেন রিমঝিম।
যা নিয়ে আক্ষেপ করেছেন এই অভিনেত্রী। কারণ, তাকে নাকি কাঁদিয়ে ছেড়েছিলেন রিমঝিম। এখানেই শেষ নয় নতুন নতুন অভিনয় জগতে আসার পর নাকি অনেক দুর্ব্যবহারের শিকার হয়েছেন তিনি। এমনকি সহকর্মীদের কারণে কাজ ছাড়তেও হয়েছে তাকে। যদিও বর্তমানে ভালো জায়গায় রয়েছেন এই অভিনেত্রী। নিজের কাজ নিয়ে খুশি সঙ্ঘশ্রী।