জল্পনার অবসান, দেশে এল দ্বিতীয় অস্কার। ‘RRR’ ছবির ‘নাটু নাটু’ গানের হাত ধরে এল সেরার সেরা সম্মান। মৌলিক গানের বিভাগে সেরার শিরোপা জিতে নিল ‘নাটু নাটু’।
ছোট থেকে ধিরে ধিরে বেরে উঠেছেন ছুতোর মিস্ত্রির আওয়াজ শুনে। সেই সঙ্গীত পরিচালক আজ রয়েছেন অস্কারের মঞ্চে। সেরা মৌলিক গানের বিভাগে অস্কার পেলেন এম এম কীরাবাণী।
তেলুগু ইন্ড্রাট্রির ইতিহাসে নজির গড়ে অস্কার জিতল ‘RRR’ ছবির গান ‘নাটু নাটু’। এর পূর্বে ‘ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড’ ও ‘গোল্ডেন গ্লোব’ জিতে দৌড়ে এগিয়ে ছিল ‘নাটু নাটু’।
বহু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেক্কা দিয়েছে রিহানা, লেডি গাগার মতো তাবড় তাবড় পপ তারকাদের। মনোনয়নের তালিকায় ছিল ‘টেল ইট লাইক আ ওম্যান’ ছবির ‘অ্যাপ্লজ়’ গানটিও।
‘টেল ইট লাইক আ ওম্যান’ অ্যান্থোলজির একটি সিনেমাতে দেখা গিয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ়কে। সেই সব গানকেও টেক্কা দিয়ে চূড়ান্ত দৌড়ে জয় ছিনিয়ে নিল চন্দ্র বোস এবং এম এম কীরাবাণীর সৃষ্টি ‘নাটু নাটু’।