মনুষ্য সমাজ যে দু’টি বৃহৎ জগতের আজও পুরোপুরি সন্ধান মেলেনি তার মধ্যে একটি মহাবিশ্ব এবং অপরটি হল সমুদ্র। মহাবিশ্ব নিয়ে এখনও চলছে নানা গবেষণা। মাঝেমধ্যেই বিজ্ঞানীদের কাছে ধরা পড়ে নতুন নতুন তথ্য।
ঠিক তেমনি বিশালাকৃতি সমুদ্রগুলির সবকিছু জানা আজও সম্ভব হয়নি মানুষ জাতির। যেকারনে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের আশেপাশে থাকা এক বিশেষ প্রাণীর রহস্য আজও উদঘাটন করতে পারেনি বিজ্ঞানীরা।
তবে মাঝেমধ্যে আমরা রহস্যের পিছনে না ছুটলেও রহস্যে নিজে থেকেই হাজির হয় আমাদের কাছে। ঠিক তেমনি একটি ঘটনা, এবার দেখা মিলল গোলাপি রং-এর ডলফিন। আমরা দেখেছি সাদা কিংবা কালো রং-এর ডলফিন।
ডলফিন মানুষের খুবই পছন্দের। তাদের মসৃণ শরীর, মিষ্টি স্বভাবের জন্য অনেকেই তাদের খুব পছন্দ করে থাকেন।
তবে সাদা কিংবা কালো রং-এর ডলফিন দেখলেও গোলাপি ডলফিন সচরাচর দেখা সম্ভাব হয় না। এবার এমনই একটি ডলফিনের দেখা মিলেছে আর যার গায়ের রং সম্পূর্ণ গোলাপি!
এই ডলফিনের খোঁজ মিলেছে দক্ষিণ চিনে। যা দেখে সকলেই এক প্রকার বিস্ময়ে হতভম্ব। আর সেই মূহুর্ত ক্যামেরা বন্দী করে তা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন বহু মানুষ।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সমুদ্রের জলে খেলা করছে সম্পূর্ণ গোলাপি রং-এর দুটি ডলফিন।
If you haven’t seen a pink dolphin💕
(Credit in the video) pic.twitter.com/PBZWfmosm0— Susanta Nanda IFS (@susantananda3) August 19, 2021
আইএফএস অফিসার সুশান্ত নন্দা তার টুইটার অ্যাকাউন্টেও এই ভিডিওটি পোস্ট করেছেন। যেখানে ঝড় বয়েছে লাইক, শেয়ারের।