সাধারণত অনেকেই ব্যালকনি সাজাতে পছন্দ করেন। নিজের পছন্দ মতন যা খুশি তা গাছ না লাগিয়ে যদি বাস্তু মেনে গাছ লাগান তাহলে কিন্তু আপনার জীবন ও আপনার সংসার অনেক সুন্দর হয়ে উঠবে। জেনে নিন ব্যালকনিতে কি কি গাছ লাগালে শুভ হবে।
১} তুলসী গাছ:- আপনার ব্যালকনিতে একটা টবের মধ্যে তুলসী গাছ লাগাতে পারলে আপনি মানসিক দিক দিয়ে ও শারীরিক দিক দিয়ে সুস্থ থাকবেন এর সাথে সাথে আপনার অর্থনৈতিক দিক ও সচ্ছল হবে। তবে এই গাছ লাগিয়ে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ধোঁয়া কাপড় পড়ে তুলসী গাছের গোঁড়ায় জল দিতে হবে।
২} গোলাপ ফুলের গাছ:- আপনার বাড়ির ব্যালকনিতে অন্তত একটি গোলাপ ফুলের গাছ লাগান এটি আপনার মনকে সবসময় শান্ত ও মুগ্ধ রাখবে। অর্থাৎ এই গাছ লাগালে আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে।
৩} মানি প্ল্যান্ট:- আমরা সকলেই জানি মানিপ্লান্ট আমাদের অর্থনৈতিক সমস্যা থেকে মুক্ত করে। এই মানিপ্লান্ট বাড়ির ব্যালকনিতে রাখুন। তবে একটা জিনিস মাথায় রাখবেন এই গাছ যেনো হলুদ বা নষ্ট অবস্থায় বাড়িতে বা ঘরে না থাকে যদি দেখেন এই গাছ হলুদ অথবা কালচে হয়ে গেছে তাহলে তখনই সেটা তুলে ফেলুন।
৪} লেবু গাছ:- পাতি লেবু অত্যন্ত শুভ তাই দেখবেন বিভিন্ন দোকানে কিংবা বাড়ি অথবা অফিসে দরজার সামনে পাতিলেবু ও লঙ্কা ঝুলিয়ে রাখে। ব্যালকনিতে একটি পাতিলেবুর গাছ লাগান এতে আপনার মন স্থিতিশীল হবে।
৫} স্নেক প্ল্যান্ট:- ব্যালকনিতে একটি স্নেক প্ল্যান্ট লাগিয়ে রাখুন এটি প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করে। তাই এই গাছ লাগালে আপনার ঘর সবসময় অক্সিজেনে ভরপুর থাকবে।
Disclaimer: – উক্ত কথাগুলো বাস্তবিদদের মতামত অনুযায়ী বলা হয়েছে তবে ব্যক্তি বিশেষে এরূপ নাও ঘটতে পারে।