Video: ‘কাবুতার’ গানে মঞ্চ মাতালেন জনপ্রিয় মুসকান বেবি, উউত্তেজনাপূর্ণ ভিডিও ভাইলার
বর্তমান সময়ে নেট দুনিয়ায় প্রায়ই হরিয়ানভি গানের ভিডিও ভাইরাল হয়ে থাকে। আর এই ধরনের গানের সঙ্গে তাল মিলিয়ে বহুজনকেই নাচতে দেখা যায়। দর্শকদের মধ্যে একজন হারিয়ানভি ডান্সার হিসেবে মুসকান বেবি কিন্তু কম পরিচিত নন। স্টেজের উপর মুসকান বেবির নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন অগুন্তি মানুষ। নিজের নাচের প্রতিভার মাধ্যমে তিনি বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, সে কথা আর আলাদা ভাবে বলাই বাহুল্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার নাচের আরও একটি ভিডিও ব্যাপক পরিমানে ভাইরাল হয়েছে। দেখে নিন সেই ভিডিও
মাস ১১ আগে ইউতিউবে ‘স্পেশাল রাগিনী স্টুডিও’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে জনপ্রিয় মুসকান বেবির এই নাচের ভিডিওটি ভাগ করে নেওয়া হয়েছিল। নেট দুনিয়ার পাতায় বর্তমানে এই ভিডিওটি পৌঁছে গিয়েছে ৯০ হাজারের কাছাকাছি মানুষের কাছে। জনপ্রিয় নৃত্যশিল্পী স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো দায় হয়ে পড়ে।
সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে জনপ্রিয় নৃত্যশিল্পী মুসকান বেবিকে অন্যতম হিট জনপ্রিয় হরিয়ানভি গান ‘কাবুতার’এর তালে তাল মিলিয়ে অসাধারন নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। মুসকান বেবিকে ভিডিওটিতে দুধ সাদা সালোয়ার কামিজে দেখা গিয়েছে। সঙ্গে ছিল মানানসই কালো ওড়নাও। এদিন হয়ত রীতিমতো মুডে ছিলেন নৃত্যশিল্পী মুসকান বেবি।
তার এই নাচের পারফর্ম্যান্স সে খানে উপস্থিত সকল দর্শকরা তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, আর একন সাইবার বাসিরা উপভোগ করেছেন। এ কথা বলাই বাহুল্য, এই মুহূর্তে হরিয়ানভি গানের তালেই মুসকান বেবির এই পার্ফমেন্স মন মাতিয়েছে তার সকল অনুরাগীদের। এই নাচের সূত্র ধরে ফের চর্চায় মুসকান বেবি।