চুপিসারে সেরেছেন বিয়ে, মাত্র দু’মাসেই চমকে দিলেন অভিনেত্রি এভেলিন!

বলিউডের জনপ্রিয় ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে তার অভিনয় বেশ নজর কাড়ে। তিনি তার গ্ল্যামারাস রূপের মধ্যে দিয়ে এই ছবিতে নিজেকে ফুটিয়ে তোলেন। অর্থাৎ এই ছবির পরই সকলের নজরে আসে এভেলিন শর্মা (Evelyn Sharma)। বর্তমানে তাকে সেভাবে ছবিতে দেখা যায় না। শোনা গিয়েছে, তার হাতে এখন বলিউডের কাজ নেই।

এদিকে অভিনেত্রী তার সামাজিক মাধ্যমের অনুগামীদের সঙ্গে কয়েকমাস আগেই তার বিবাহিত স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। যদিও তার বিয়ে হয়েছিল সুদূর অস্ট্রেলিয়াতে।

বিয়ের পর কিছুদিন সময় নিয়েছিলেন তিনি। বিয়ের দুই মাস পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই বিয়ের কথা প্রকাশ্যে আনেন। এবার আরও একটি সুখবর দিলেন অভিনেত্রী।

বিয়ের দুই মাস পর তিনি এবার সোশ্যাল মিডিয়ায় জানান তিনি মা হতে চলেছেন। ১২ই তার জন্মদিনের আগেই তিনি সকলের সঙ্গে খুশির খবর ভাগ করে নেন। বর্তমানে এভেলিন ও তার স্বামী রয়েছেন অস্ট্রেলিয়াতে। আগামী একবছর দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই বলেই জানা গিয়েছে। কারণ এভেলিনের হাতে ছবির কাজ তেমন নেই। তাই তাদের সন্তান ভূমিষ্ট হবে সুদূর অস্ট্রেলিয়াতেই।