লজ্জার সমস্ত সীমা লঙ্ঘন করা এই ওয়েব সিরিজে প্রিয়া গামেরের অভিনয় দেখলে উত্তেজিত হতে বাধ্য

লজ্জার সমস্ত সীমা লঙ্ঘন করা এই ওয়েব সিরিজে প্রিয়া গামেরের অভিনয় দেখলে উত্তেজিত হতে বাধ্য

অভিনেত্রি প্রিয়া গামার শ্যাহেদ ওয়েব সিরিজে(Web Series) প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এখনকার সময়ে বিভিন্ন সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে ওয়েব সিরিজের সংযোজন হয়েছে। আসলে এ যুগে প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলতে গিয়েই এখন প্রায় প্রত্যেকেই ইন্টারনেট দুনিয়ায় বিভিন্ন ওয়েব সিরিজ(Web Series) দেখতে বেশ পছন্দ করেন। বাংলা, হিন্দি সহ বিভিন্ন অন্যান্য আঞ্চলিক ভাষার একাধিক ওয়েব সিরিজ বর্তমানে টেক্কা দেয় বড় বড় বাজেটের সিনেমাকেও।

তবে এই প্রযুক্তির যুগে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন অ্যাডাল্ট ওয়েব সিরিজ। তার মধ্যে উল্লেখ্য উল্লু(Ullu), প্রাইম শট, কোকু আরও ইত্যাদি। যেখানে প্রায় প্রতি দিন কোনো না কোনো নতুন ওয়েব সিরিজ রিলিজ হয়ে থাকে। আর যৌনতায় ভরা ওই সব ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তাও আকাশ ছোঁয়া। প্রত্যেকটি ওয়েব সিরিজ দেখে থাকেন লাখ লাখ মানুষ। আর বলাই বাহুল্য এক একটি ওয়েব সিরিজে লজ্জার সমস্ত সীমাই লঙ্ঘন করা হয়। এই তো দিন কয়েক আগে উল্লুতে রিলিজ হওয়া ওয়েব সিরিজ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল কামুক দর্শকদের মধ্যে।

উল্লুতে রিলিজ হওয়া নতুন ওয়েব সিরিজে শ্যাহেদ, জেকগানে অভিনয় করেছেন অভিনেত্রি প্রিয়া গামারে, প্রশান্ত রাই, বরুণ সাগর এবং মঞ্জু আগরওয়াল। আপনি যদি প্রিয়া গামরের অভিনয় দক্ষতা এবং পর্দায় মনোমুগ্ধকর উপস্থিতির ভক্ত হন, তবে অভিনেত্রী প্রিয়া গামরের এই ওয়েব সিরিজটি আপনার দারুন পছন্দ হবে। ওয়েব সিরিজের প্রতিটি মুহূর্তেই রয়েছে অন্তরঙ্গ দৃশ্য আর যৌন উত্তেজক ডায়লগ।

শ্যাহেদ ওয়েব সিরিজে দুই ভাইয়ের গল্প রয়েছে, যেখানে বড় ভাই বিয়ে করেছে। তার স্ত্রী দেখতে ভীষণ সুন্দরী। আর বড় ভাইয়ের স্ত্রীয়ের সঙ্গে দেওরের খুনসুটি সব সময় চলতেই থাকে। এর পর অভিনেত্রী প্রিয়া গামার ইচ্ছা করেই দেওরের যৌনাঙ্গে আঘাত করে এবং এর পরে মধু লাগিয়ে দেয়। আর তার পর কি হয়েছে সে বিষয় জানতে হলে আপনাকে এই ওয়েব সিরিজটি দেখতে হবে।